ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


রংপুর-৬ ও গোপালগঞ্জ-৩ আসন থেকে লড়বেন শেখ হাসিনা


২৬ নভেম্বর ২০১৮ ০২:০৫

আপডেট:
৩ মে ২০২৫ ১৯:৩৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ৩ ও রংপুর ৬ আসন থেকে লড়তে দলীয় মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নের চিঠি বিতরণ শুরু হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিঠি বিতরণের শুরুতেই বলেন, দলীয় সভাপতি শেখ হাসিনা দুটি আসনে লড়বেন। আসন দুটি হলো রংপুর-৬ ও গোপালগঞ্জ-৩। দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে এমপি হয়েছিলেন শেখ হাসিনা।

নবম সংসদ নির্বাচনে শেখ হাসিনা যে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন সেগুলো হলো গোপালগঞ্জ-৩, রংপুর-৬ এবং বাগেরহাট-১।

তার আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা লড়েন চারটি আসনে। এগুলো হলো গোপালগঞ্জ-৩, বাগেরহাট-১, নড়াইল-২ এবং রংপুর-৬। এর মধ্যে প্রথম তিনটিতে জয়লাভ করেন।

১৯৯৬ এবং ১৯৯১ সালের একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগ সভাপতি। এর মধ্যে যে আসনগুলোতে তিনি জিতেছেন, তার মধ্যে গোপালগঞ্জ-৩ আসন ছেড়ে বাকিগুলো ছেড়ে দেন তিনি।