পিইসি পরীক্ষার্থীদের বাস খাদে, আহত ১২

সন্দ্বীপের মুছাপুর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থী আহত হয়েছে।
সোমবার (২৬ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
সন্দ্বীপ থানা পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম খান বাংলানিউজকে জানান, পরীক্ষা শেষে বাসে বাড়ি ফিরছিল স্থানীয় আজগর হাজী প্রাইমারি স্কুলের পিইসি পরীক্ষার্থীরা। এ সময় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তাদের বাসটি খাদে পড়ে যায়।
তিনি জানান, এ দুর্ঘটনায় ১২ জন পিইসি পরীক্ষার্থী আহত হয়েছে। তাদের সন্দ্বীপ মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে আহত শিক্ষার্থীদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।