ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


টঙ্গীতে তাবলিগ জামাতের সংঘর্ষে নিহত ১


২ ডিসেম্বর ২০১৮ ০৩:১১

আপডেট:
৪ মে ২০২৫ ০৮:৫০

গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। সংঘর্ষে নিহত হওয়ার এ বিষয়টি  নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার আরিফ।

এদিকে, টঙ্গীর ইজতেমা মাঠ আধা ঘণ্টার মধ্যে খালি করা হবে বলে জানিয়েছে র‌্যাব। এছাড়া ইজতেমা মাঠে কাউকে অবস্থান করতে দেয়া হবে না বলেও জানানো হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী এ বাহিনীর পক্ষ থেকে।

এর আগে জোড় ইজতেমায় অংশ নেয়াকে কেন্দ্র করে শনিবার(০১ ডিসেম্বর) সকালে টঙ্গী ইজতেমা ময়দান এলাকায় তাবলিগ জামাতের দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।