ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


ইজতেমা নিয়ে ষড়যন্ত্রকারীদের গ্রেফতার দাবী


৩ ডিসেম্বর ২০১৮ ০৩:৩৪

আপডেট:
৪ মে ২০২৫ ০৮:২৪

বিশ্ব ইজতেমার ময়দানে দাওয়তে তাবলিগী সাথী ও মাদরাসারার ছাত্রদের ওপর হামলাকারী ও হামলায় মদদদাতাদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে উত্তাল জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেইট সহ পুরো পল্টন এলাকা।

গতকালের ওই ন্যাকারজনক হামলার প্রতিবাদে রাজধানীর পল্টনের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে তাবলীগের শীর্ষ কর্তা ব্যক্তি বা মুরবীরা।

সংবাদ সম্মেলনের খবর পেয়ে পল্টনের আশপাশের দাওয়াতে তাবলীগের সাথীরা জড়ো হতে শুরু করে পল্টন এলাকায়। সংবাদ সম্মেলন শেষে উপস্থিত তাবলীগের সাথীদের নিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করা হয়।

এতে বক্তব্য রাখেন রাহমানিয়া মাদরাসার শাইখুল হাদীস মাওলানা মামুনুল হক। তাঁর সংক্ষিপ্ত বক্তব্য শেষে মুনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।