গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩

গাজীপুর মহানগরীর রাজেন্দ্রপুর সংলগ্ন হালডোবা নামক স্থানে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে ওই এলাকার কাপাসিয়া-রাজেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখনও নিহতদের পরিচয় জানা যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি আরও জানান, যাত্রীবাহী বাসটি কাপাসিয়া থেকে ঢাকার উদ্দেশে এবং বিপরীত দিক থেকে যাত্রীবাহী লেগুনাটি কাপাসিয়ার দিকে যাচ্ছিল। সকাল ৮টার দিকে হালডোবা নামক স্থানে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাস ও লেগুনা পুলিশ আটক করেছে। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।