ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিরো আলমের ভাস্কর্য


৫ ডিসেম্বর ২০১৮ ০৭:১৩

আপডেট:
৪ মে ২০২৫ ০৮:৩৪

বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত-সমালোচিত ব্যক্তি হিরো আলম। যদিও আগেই বিচিত্র অভিনয় করে আলোচনায় এসেছিলেন। তবে এখন নির্বাচনে অংশগ্রহন নিয়ে তাকে নিয়ে সরব মিডিয়া।

তবে এবার এই আলোচনাকে উস্কে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের এক শিক্ষার্থী। তিনি তৈরি করেছেন হিরো আলমের ভাস্কর্য।

মঙ্গলবার দুপুরে এই ভাস্কর্য দেখতে গিয়েছিলেন হিরো আলম নিজেই। তখন তিনি বলেন, আমি শুনেছি গতকাল। এমনকী আমাকে ভাস্কর্যের ছবিও পাঠানো হয়েছে কিন্তু বিশ্বাস হয়নি। তাই নিজেই চলে এসেছি দেখতে। আমি অবাক হয়েছি আমার নিজের ভাস্কর্য দেখে।’

জানাযায়, চারুকলার শিক্ষার্থী ও জগন্নাথ হলের আবাসিক ছাত্র উত্তম কুমার নিজ আগ্রহে ভাস্কর্যটি তৈরির উদ্যোগ নিয়েছেন।

উত্তম কুমার বলেন, আশরাফুল আলমের আলমের ভাস্কর্য নির্মাণ করে শুধু সম্মান ও ভালোবাসাই প্রদর্শন করিনি, সকল শিল্পী সমাজকেও সম্মানিত করেছি এই শিল্পকর্ম নির্মাণের মাধ্যমে। জনাব আলম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, অবৈধ অর্থে আমির হয়ে নিজেকে অনেক বড় বলে কল্পলোকের বাসিন্দা হওয়া যায়, কিন্তু একজন শিল্পীর ভালোবাসা পেতে হলে তাকে প্রকৃত মানুষ হতে হয়। এ দেশে প্রকৃত মানুষের সমাজ প্রতিষ্ঠিত হোক।