ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


বিশ্বের ২৬তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা : ফোর্বস


৬ ডিসেম্বর ২০১৮ ১০:৩৬

আপডেট:
৪ মে ২০২৫ ০৮:২০

ফোর্বস ম্যাগাজিনের করা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীর তালিকায় চার ধাপ এগিয়ে ২৬তম স্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত বছর তিনি একই জরিপে ৩০তম অবস্থানে ছিলেন।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) ফোর্বস ম্যাগাজিন এই তালিকা প্রকাশ করে। যেখানে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এক নম্বর অবস্থানে রয়েছেন।

এ ছাড়া ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিজা মে দ্বিতীয় ও আইএমএফ-এর চেয়ারম্যান ক্রিস্টিন লাগার্দ এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের টেলিভিশন উপস্থাপক অপরাহ উইনফ্রে ২০তম, কুইন এলিজাবেথ দ্বিতীয় ২৩তম এবং ডোনাল্ট ট্রাম্পের মেয়ে ও তার উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প ২৪তম অবস্থানে আছেন।

শেখ হাসিনা ১৯৮১ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন। এর আগে ২০১৭ সালে ফোর্বস ম্যাগাজিনের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় ৩০তম অবস্থানে এবং ২০১৬ সালে ৩৬তম অবস্থানে ছিলেন।

এ বছরের ১০০ শীর্ষ ক্ষমতাধর নারীর তালিকার বিষয়ে ফোর্বস এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষমতা কাঠামোর পরিবর্তন ও দীর্ঘ মেয়াদী প্রভাব সৃষ্টিতে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ২০১৮ সালের শীর্ষ ক্ষমতাধর নারীর তালিকায় তারা স্থান পেয়েছেন।

রোহিঙ্গা জনগোষ্ঠিকে আশ্রয় ও তাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে ভূমিকা রাখায় প্রশংসা করা হয়েছে শেখ হাসিনাকে।

এ ছাড়া ফোর্বস ম্যাগাজিনে শেখ হাসিনার পরিচয় ও অবদান উল্লেখ করতে গিয়ে লেখা হয়েছে, ২০১৭ সালে শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় ও তাদের জন্য বাংলাদেশে ২ হাজার একর জমি বরাদ্দ দিয়েছেন।

এ ছাড়া বাংলাদেশ স্থায়ীভাবে রোহিঙ্গাদের বোঝা মাথায় নেবে না, প্রধানমন্ত্রীর এ বক্তব্য উল্লেখ করে বলা হয়েছে, বর্তমানে তিনি রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে কাজ করে যাচ্ছেন।

তবে শেখ হাসিনার কতৃত্ববাদী নীতির ফলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তার সমালোচনা করা হয়েছে।