ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


গ্রেফতার নন, থানায় বিএনপি প্রার্থী আশফাক


১৩ ডিসেম্বর ২০১৮ ০৬:৩৯

আপডেট:
৪ মে ২০২৫ ০৯:৫৮

ঢাকা-১ আসনে (দোহার-নবাবগঞ্জ) বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাককে আটকের অভিযোগ করছে বিএনপি নেতাকর্মীরা। তবে পুলিশ বলছে, তাকে আটক করা হয়নি। নিরাপত্তার স্বার্থে থানায় নিয়ে আসা হয়েছে।

বুধবার বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দোহারের বাঁশতলা মোড় থেকে করম আলী মোড় হয়ে জয়পাড়া পর্যন্ত তাদের প্রার্থীর নির্বাচনী গণসংযোগ ছিল। কিন্তু বিকেল ৫টার দিকে এই প্রচারণা থেকে পুলিশ তাকে থানা করে নিয়ে যায়।

দোহার থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জাগো নিউজকে বলেন, ‘বিএনপির লোকজন অতর্কতিভাবে আওয়ামী লীগের ওপর হামলা চালায়। আওয়ামী লীগের সংখ্যা কম ছিল, বিএনপির লোকজন গাড়ি ও মোটরসাইকেল পুড়েছে। আশফাককে সেভ করার জন্য থানায় আনা হয়েছে। তিনি অ্যারেস্ট নন।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, মোটরসাইকেলে আগুন লেগেছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, ঢাকা-১-এ প্রথম দফায় বিএনপি থেকে দুজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তারা হলেন সাবেক সাংসদ ফাহিমা হোসেন জুবলী ও খন্দকার আবু আশফাক। তবে যাচাই-বাছাইয়ে দুজনেরই মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এতে এই আসনে বিএনপি প্রার্থীশূন্য হয়ে পড়ে। পরে নির্বাচন কমিশনে আপিল করে দুজনই প্রার্থিতা ফিরে পান। ৯ ডিসেম্বর সকালে বিএনপির একক প্রার্থী হিসেবে খন্দকার আবু আশফাকের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেয় বিএনপি।

আবু আশফাক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমান ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান সাংসদ সালমা ইসলামের সঙ্গে লড়বেন।