রামগঞ্জবাসীর আত্মার আত্মীয় আনোয়ার খান: গোলাম রাব্বানী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ড. আনোয়ার খানের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি রামগঞ্জের বিভিন্ন জায়গা ঘুরেছি, বহু মানুষের সাথে কথা বলেছি। তাদের সঙ্গে কথা বলে যেটুকু বুঝলাম, রামগঞ্জবাসীর আত্মার আত্মীয় আনোয়ার খান। এই উপজেলার প্রতিটি পরিবারের প্রার্থী আনোয়ার খান।
মঙ্গলবার রাতে রামগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের অস্থায়ী কার্যলের সামনে এক সমাবেশে তিনি আনোয়ার খানের পক্ষে ভোট চাইতে গিয়ে এ কথা বলেন তিনি। একই সঙ্গে জেলার অন্য আসনেও নৌকা প্রতীকের প্রার্থীর জন্য ভোট চান গোলাম রাব্বানী।
অনুষ্ঠানে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বলেন, ড. আনোয়ার খান একজন সাদা মনের মানুষ। তিনি রামগঞ্জের আনাচে কানাচে চষে বেড়িয়েছেন। সুখ-দুঃখে বিপদে আপদে মানুষের পাশে দাঁড়িয়েছেন। ব্যক্তি উদ্যোগে বিনা স্বার্থে তিনি সাধারণ মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন। এখন রামগঞ্জবাসী আনোয়ার খানকে শুধু নৌকার প্রার্থীই ভাবেন না, নিজেদের পরিবারের সদস্য মনে করেন।
তিনি বলেন, আনোয়ার খান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমি আপনাদের কাছে প্রত্যাশা করি আপনারা আনোয়ার খানকে বিজয়ী করে দেশরত্ন শেখ হাসিনার উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজকে তরান্বিত করবেন।
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, স্বাধীনতার দীর্ঘ ৪৭ বছর এই আসনটি থেকে নৌকার প্রার্থী বিজয়ী হয়নি। আমি অতীতের কথা বলবো না। এখন সময় এসেছে উন্নয়নের মহাসড়কে রামগঞ্জকে এগিয়ে নেয়া, নৌকা মার্কায় ভোট দিয়ে অতীতের কলঙ্কমোচন করা। মনে রাখবেন রামগঞ্জ থেকে আনোয়ার খান কিছু নিতে আসেন নি, দুহাত উজার করে আপনাদের দিতে এসেছেন।
সভায় লক্ষ্মীপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার খান বলেন, রামগঞ্জে গোলাম রাব্বানী এসেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে সারা দেশে কাজ করে যাচ্ছে ছাত্রলীগ। এই রামগঞ্জে নেত্রীর নির্দেশে গোলাম রাব্বানীর নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতিনিধি দল আসায় আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলেন, রামগঞ্জের উন্নয়নের জন্য নৌকাকে বিজয়ী করা ছাড়া কোন বিকল্প নেই। যে নৌকা দেশের স্বাধীনতা নিয়ে এসেছে, সেই নৌকার মাধ্যমেই এ দেশ একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরিত হবে।
বিএনপি জামাতের সমালোচনা করে তিনি বলেন, আপনারা জামাত বিএপির শাসনামল দেখেছেন। ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, ৬৩ টি জেলায় একযোগে বোমা হামলা, খুন, ধর্ষনে তারা রেকর্ড করেছিল। হাওয়া ভবন থেকে সেই দুঃশাসন পরিচালিত হতো। রামগঞ্জ বাসী সেই দুঃসাশনে ফিরে যেতে চায় না। তারা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের সঙ্গী হতে চায়।
রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তানজিল ভুইয়া তানভীন, সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপ সম্পাদক শফিকুল আলম রেজা, সাবেক উপ অর্থ বিষয়ক সম্পাদক তিলোত্তমা শিকদার, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ সভাপতি মো. শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান প্রমুখ।