ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


জনগণ যে রায় দেবে তা মেনে নেব : কাদের


৩০ ডিসেম্বর ২০১৮ ২২:১২

আপডেট:
৪ মে ২০২৫ ১৪:৩৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখনও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবশে ভোটগ্রহণ চলছে। দু-একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এতে নির্বাচনের উৎসবমুখর পরিবেশে কোনো প্রভাব পড়েনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখনও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবশে ভোটগ্রহণ চলছে। দু-একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এতে নির্বাচনের উৎসবমুখর পরিবেশে কোনো প্রভাব পড়েনি।

রোববার সকাল ৯টার দিকে নোয়াখালী-৫ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার উদয়ন প্রি-ক্যাডেট একাডেমি কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে মহাজোটের জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আমার এলাকার জনগণ ভোটে যে রায় দেবে আমি তা মেনে নেব।

তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি মহাজোটের পক্ষে গণজোয়ার দেখে দিশেহারা পড়েছে। আমাদের নেতাকর্মী সব কেন্দ্রে ভোট রক্ষায় অবস্থান করবে।

ভোট প্রদান শেষে ওবায়দুল কাদের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।