ঢাকা মঙ্গলবার, ১৮ই নভেম্বর ২০২৫, ৫ই অগ্রহায়ণ ১৪৩২


বেলকুচি উপজেলায় মুফতী নুরুন নাবীর বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত 


প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২৫ ১৩:০১

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ হাফেজ,মুফতী, হাজী শেখ মুহাম্মদ নুরুন নাবীর নেতৃত্বে বেলকুচিতে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মোটরসাইকেল শোডাউন।

শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় বেলকুচি শেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে নেতাকর্মীদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে মোটরসাইকেল শো ডাউনের এর শুভসূচনা হয় । কয়েকশ’ মোটরসাইকেল অংশগ্রহণে শোডাউনটি শুরু হয়ে, শেরনগর থেকে শুরু করে এনায়েতপুরের কেজি মোড় হয়ে সায়দাবাদ ঘুরে গাড়ামাসি এলাকায় গিয়ে শেষ হয়।

স্থানীয় নেতাকর্মী ও তরুণ সমর্থকদের অংশগ্রহণে পুরো রুটজুড়ে উৎসবমুখর জনসমাগম লক্ষ্য করা যায়। শোডাউনে অংশগ্রহণকারীরা পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী মুফতী নুরুন নাবীর পক্ষে শ্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

মুফতী নুরুন নাবী এ সময় বলেন, “জনগণের দোয়া ও ভালোবাসাই আমার শক্তি। শান্তি-ন্যায়-সুশাসনের রাজনীতি প্রতিষ্ঠায় আমি জনগণের পাশে থাকতে চাই।” তিনি উন্নয়ন, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমৃদ্ধ একটি অঞ্চল গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমর্থক ও বিভিন্ন পর্যায়ের নেতারা মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে মুফতী নুরুন নাবীর প্রতি তাদের আস্থা ও সমর্থন জানান।

এ শোডাউনকে কেন্দ্র করে বেলকুচি, চৌহালী ও এনায়েতপুরের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।