ঢাকা রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫, ৫ই কার্তিক ১৪৩২


সাঈদীর তরুণ নেতৃত্বে নকলার রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার


প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:০২

শেরপুরের নকলা উপজেলার টালকি ইউনিয়নের কৃতি সন্তান ও উদীয়মান নেতা ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন সাঈদী স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের ভিত্তিতে নকলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চান।

তরুণ ও শিক্ষিত এই নেতার রাজনীতিতে পদচারণা খুব বেশি দিনের না হলেও ইতোমধ্যে তিনি স্থানীয় পর্যায়ে বেশ সাড়া ফেলেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, তার পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ২০১৮ সালের পর থেকে তিনি দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক মামলায় সহযোগিতায় সক্রিয় ভূমিকা এবং আহতদের চিকিৎসা সহায়তাসহ নানা মানবিক কর্মকাণ্ডে প্রশংসা কুড়িয়েছেন।

এলাকাবাসীর মতে, দেলোয়ার হোসেন সাঈদী কেবল একজন রাজনীতিবিদই নন তিনি একজন সহানুভূতিশীল মানুষ ও কর্মীবান্ধব নেতা। তাঁর প্রতি জনগণের আস্থা ও ভালোবাসা দিন দিন বাড়ছে।

ইতোমধ্যে তিনি নকলা উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন। পাশাপাশি, উপজেলা বিএনপির আসন্ন কমিটিতে সদস্য সচিব হিসেবে তার নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে।

ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন সাঈদী বলেন, আমি চাই নকলাকে এমন একটি উপজেলা হিসেবে গড়ে তুলতে, যেখানে থাকবে না কোনো দুর্নীতি বা চাঁদাবাজি। থাকবে শুধু স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবামূলক প্রশাসন। তরুণদের সঙ্গে নিয়ে একটি আধুনিক, মানবিক ও দায়িত্বশীল উপজেলা গঠনই আমার অঙ্গীকার।

তরুণ প্রজন্ম মনে করে, এ ধরনের যোগ্য, শিক্ষিত ও সততার প্রতীক নেতার হাত ধরেই এলাকার রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব। তাই আসন্ন নকলা উপজেলা বিএনপির কমিটিতে ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন সাঈদীকে গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তার সমর্থক ও এলাকাবাসী।