ঢাকা বুধবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৫, ১লা ফাল্গুন ১৪৩১


ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারি এক্সপো ২০২৪


৬ জুলাই ২০২৪ ১৪:৩৩

আপডেট:
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩৭

 

দেশের স্বর্ণ শিল্পকে রপ্তানিমুখী করতে ঐতিহ্যবাহী জুয়েলারিতে প্রযুক্তির একীকরণকে উন্নীত করার জন্য ০৪ জুলাই ২০২৪ বৃহস্পতিবার ঢাকায় জুয়েলারি যন্ত্রপাতির প্রথম আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়।

এক্সপোর উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) পুষ্পগুচ্চো হলে ফিতা কেটে আন্তর্জাতিক এই প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভারতীয় অংশীদার কেএনসি সার্ভিসেসের সহযোগিতায় ‘‘গহনায় হোক প্রযুক্তির ছোঁয়া’প্রতিপাদ্য নিয়ে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দেশে প্রথমবারের মতো তিন দিনব্যাপী আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারি এক্সপো বাংলাদেশ (আইজেএমইবি) আয়োজন করেছে।

ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারি এক্সপো ২০২৪

এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম, উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমেদ, এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি আমিন হেলালী, কেএনসি সার্ভিসের প্রতিষ্ঠাতা ক্রান্তি নাগভেকর। বাজুসের সাবেক সভাপতি দিলীপ কুমার রায়, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় (বাজুস) সহ-সভাপতি সুমিত ঘোষ অপু এবং ভারতীয় ব্যবসায়ীরা। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেল।

ভারত, ইতালি, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, চীন এবং থাইল্যান্ড সহ ১০ টি দেশের ৩০ টিরও বেশি কোম্পানি প্রদর্শনীতে গহনার যন্ত্রপাতি প্রদর্শন করবে।

বাজুস আশা করছে, প্রদর্শনীটি বিভিন্ন দেশের আধুনিক যন্ত্রপাতি প্রজেক্টের মাধ্যমে উদ্যোক্তাদের দেশে নতুন জুয়েলারি কারখানা স্থাপনে উৎসাহিত করবে।

এই প্রদর্শনীতে ভারতের ছয়টি কোম্পানি অংশ নিচ্ছে- তিশা সিএনসি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, নিও ইন্সট্রুমেন্টস, সোলাঙ্কি মেশিনারি ওয়ার্কস, ইরা কর্পোরেশন, কোয়ান্টাম ইকুইপমেন্ট, অ্যাকজেট সলিউশন।

ইতালির তিনটি কোম্পানি - জেটিই, ফাস্টি অ্যান্ড ওমপার এবং তুরস্কের তিনটি কোম্পানি ওটেক, ওর্টেক এবং গুভেনিস জুয়েলারি মোল্ড অ্যান্ড মেশিন। জার্মানির ফিশার এবং চীনের ডু আইটি ইন্ডাস্ট্রিজ।

বাংলাদেশ থেকে পাঁচটি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে- ড্রিমস ইন্সট্রুমেন্ট টেকনোলজি, বাংলাদেশ সায়েন্টিফিক ইন্সট্রুমেন্ট কোম্পানি, এক্সপার্ট ইন্সট্রুমেন্টস, ট্রাস্ট, রার্টস বিডি।

এক্সপোটি ০৪ - ০৬ জুলাই ২০২৪ পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রর্দশনীটি ব্যবসায়ী দর্শনার্থী সবার জন্য উন্মুক্ত থাকবে।