ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন (ডিটিজি) ২০২৫ অনুষ্ঠিত হবে ২০ - ২৩ ফেব্রুয়ারি


১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৩

আপডেট:
১০ মে ২০২৫ ০৯:৪৯

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোং, লিমিটেড, হংকং-এর যৌথ উদ্যোগে ২০০৪ সাল থেকে "ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন" (ডিটিজি) আয়োজন করা হচ্ছে। আগামী ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ডিটিজি-এর ১৯তম সংস্করণ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা (আইসিসিবি) ঢাকায় অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি.২০২৫ বাংলাদেশ টেক্সটাইল মিলস এ্যাসোসিয়েশন (BTMA) এর আয়োজনে ঢাকায় প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হল রুমে The Dhaka International Textile and Garment Machinery Exhibition (DTG) যা বাংলাদেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক Textile and Garment Machinery প্রদর্শণী, এর বিভিন্ন বিষয় সকলের নিকট তুলে ধরার লক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বিটিএমএ’র প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল প্রদর্শণীর সার্বিক দিক সকলের নিকট তুলে ধরেন। BTMA এর প্রেসিডেন্ট বলেন আন্তর্জাতিক Textile and Garment Machinery প্রদর্শণীর মূল উদ্দেশ্য হচ্ছে প্রযুক্তি নির্ভর উৎপাদন বাড়ানো, উন্নত মেশিনারীজ এর সাথে পরিচয় এবং এর ব্যবহার সম্পর্কে জ্ঞান অর্জন, বৈদেশিক বিনিয়োগকারীর প্রতি দৃষ্টি আর্কষণ এবং বৈদেশিক বিনিয়োগ বাড়ানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।

BTMA এর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল সংবাদ সম্মেলনে আগত সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে করা প্রশ্নের উত্তর প্রদান করেন বলেন। তিনি বলেন ব্যাকিং সেক্টরে তারল্য সংকটের কারনে দেশে নতুন কোন বিনিয়োগকারী বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না এবং অন্য দিকে নতুন উদ্দোক্তা তৈরী হচ্ছে না। দেশের ডলার সংকট তথা অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর প্রতি গুরুত্ব আরোপ করেন। এদেশে নতুন নতুন বৈদেশিক বিনিয়োগকারী বিনিয়োগ করলে একদিকে যেমন নতুন পন্য উৎপাদন করা সম্ভব হবে অন্য দিকে বিশাল কর্মস্ংস্থানের ক্ষেত্র তৈরী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সবশেষে এক প্রশ্নের জবাবে BTMA এর প্রেসিডেন্ট বলেন দেশের চলমান আইন-শৃংখলা পরিস্থির দ্রুত উন্নয়ন এবং উৎপাদেন ক্ষেত্রে গ্যাস ও বিদ্যুৎ খাতের লাগামহীন উচ্চমূল্য প্রত্যাহার করে দেশীয় এবং বৈদেশিক বিনিয়োগকারীদের নিরাপদ যুগোপযোগী আন্তর্জাতিক মান সম্মত পন্য উৎপাদনের এবং কর্মসংস্থান সৃষ্টির পরিবেশ তৈরী করার জন্য সরকারের প্রতি বিশেষ আহবান করেন।

সংবাদ সম্মেলনে DTG আয়োজক কমিটির চেয়ারম্যান এবং BTMA এর সম্মানিত পরিচালক আব্দুল্লাহ-আল-মামুন, Yorkers Trade and Marketing Service Co., Ltd. তাইওয়ানএর প্রতিনিধি মি, আকাই লিন এবং বিটিএমএ’র সম্মানিত পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সংবাদ সম্মেলনে বিটিএমএ’র সম্মানিত সেক্রেটারী জেনারেল অব. ব্রিগেডিয়ার জেনারেল মো: জাকির হোসেন এবং বিটিএমএ’র অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

৩৩টি দেশের ১,৬০০টি স্টল এবং ১,১০০-এরও অধিক শীর্ষস্থানীয় ব্র্যান্ড সম্মিলিতভাবে উক্ত প্রদর্শনীতে টেক্সটাইল ও গার্মেন্ট খাতের সর্বাধুনিক প্রযুক্তিসমূহ প্রদর্শন করবে। চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া ও তুরস্ক-সহ বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশগ্রহন করবে।

মেলায় প্রদর্শিত হবে টেক্সটাইল মেশিনারি, ফেব্রিক, ফিলামেন্ট, কেমিক্যালস, ডাইং প্রযুক্তি এবং এক্সেসরিজ। এছাড়াও থাকবে টেকসই উৎপাদন ও আধুনিক প্রযুক্তি নিয়ে অনুষ্ঠিত সেমিনার। পাশাপাশি, ডিটিজি ফ্যাশন শো থাকবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে, যা ২১ ও ২২ ফেব্রুয়ারি ২০২৫, আইসিসিবির ৩ নং হলে পরিবেশিত হবে। অন্যান্য সংস্করণের মত এবারও ডিটিজি মেলাটি সুযোগ করে দেবে এক ছাদের নিচে দেশী-বিদেশী ইন্ডাস্ট্রি প্রফেশনাল, ম্যানুফ্যাকচারার, সাপ্লাইয়ার— প্রত্যেককে একত্রে যুক্ত হবার।

দেশের টেক্সটাইল ও গার্মেন্ট শিল্পের স্টেকহোল্ডারদের জন্য এ আয়োজনটিতে অংশগ্রহণের কোনো বিকল্প নেই। প্রদর্শনীটির লক্ষ্য, স্থানীয় উদ্যোক্তাদের সংশ্লিষ্ট শিল্পে আরও বিনিয়োগে আগ্রহী করে তোলা এবং অত্যাধুনিক প্রযুক্তির সাথে তাদের পরিচয় ঘটানো।

ডিটিজি মেলাটি বিশ্বব্যাপী বাংলাদেশ ও বিটিএমএ-এর ভাবমূর্তির পরিচায়ক। শেখ বশিরউদ্দীন, মাননীয় উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার , আগামী ২০শে ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রদর্শনীর উদ্বোধন করবেন। বিস্তারিত তথ্যের জন্য: https://dtg.chanchao.com.tw/