গাজা দখলে ইসরায়েলের সামরিক অভিযান শুরু, নিহত ৮১

পুরো গাজা দখলের মিশন শুরু করেছে দখলদার ইসরায়েলের সামরিক বাহিনী। তাদের হামলায় একদিনে আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একইদিনে মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৩০ জন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। এতে বলা হয়েছে, বুধবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলা ও অনাহারে অন্তত ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
একইসঙ্গে ইসরায়েলি সেনারা জানিয়েছে, তারা গাজার সবচেয়ে বড় নগরকেন্দ্র গাজা সিটি দখলের লক্ষ্যে অভিযানের প্রথম ধাপ শুরু করেছে। সেখানে এখনো প্রায় ১০ লাখ মানুষ ভয়াবহ পরিস্থিতিতে আটকে আছেন।
ইসরায়েলি সামরিক বাহিনির মুখপাত্র এফি ডিফ্রিন সাংবাদিকদের বলেছেন, আমরা গাজা সিটিতে হামলার প্রথম পর্ব ও প্রাথমিক অভিযান শুরু করেছি। এরইমধ্যে আইডিএফ বাহিনী গাজা সিটির আশপাশ দখল করে নিয়েছে।
দেশটির এক সামরিক কর্মকর্তা এর আগে জানিয়েছিলেন, এ রিজার্ভ সেনারা সেপ্টেম্বর থেকে কাজ শুরু করবেন আর গাজা সিটিতে অভিযানে মূলত এখন যারা সামরিক বাহিনীতে সক্রিয় তাদেরই পাঠানো হবে।
ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) বুধবার (২০ আগস্ট) এক বিবৃতিতে জানায়, সামরিক অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে ৬০ হাজার রিজার্ভ সেনাকে ডাকার আদেশ জারি করা হয়েছে। এই অভিযান গত মে মাসে শুরু হয়েছিল এবং এর মাধ্যমে তারা গাজার কমপক্ষে ৭৫ শতাংশ নিয়ন্ত্রণ নিয়েছে। এ ছাড়াও, ২০ হাজার রিজার্ভ সেনাকে তাদের বর্তমান দায়িত্বের সময় বাড়ানোর নোটিশ দেওয়া হয়েছে।
এদিকে গাজায় খাদ্য, জ্বালানি ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া এবং লাগাতার সামরিক হামলার কারণে ভয়াবহ দুর্ভিক্ষ নেমে এসেছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে, ইসরাইলি অবরোধ চলায় গাজায় অপুষ্টি মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে। সংস্থাটি বলেছে, ‘এটি কেবল ক্ষুধা নয়, এটি হচ্ছে অনাহার।’
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস পরিচালিত ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় এই অভিযান শুরু করে। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এরপর থেকে গাজায় কমপক্ষে ৬২ হাজার ১২২ জন নিহত হয়েছেন।