ঢাকা মঙ্গলবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৫, ৯ই আশ্বিন ১৪৩২


নীলফামারীতে নির্মিত ‘কোটিপতি মাছ’ নাটক


প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২৫ ১৯:০২

নীলফামারীতে নির্মিত ‘কোটিপতি মাছ’ নাটক। সত্যি কি মাছ কোটিপতি হয়? অসাধারণ গল্পের নাটক অবশ্যই নতুনত্ব কিছু পাবেন।

সাগর রেইনের গল্প ভাবনা, অভিনয়ের পাশাপাশি টুক টাক নাটকের গল্পও ভাবেন। SRF Entertainment ইউটিউব চ্যানেলের ব্যানারে আসছে এই নাটকটি।

এই গল্পটা নির্মাণ হয়েছে নীলফামারী জেলার বিভন্ন লোকেশনে। সবাই সুন্দরভাবে সহযোগীতা করেছে বলেই নীলফামারীতে নাটকটির শুটিং করা সম্ভব হয়েছে।

সাগর রেইন আরও বলেন নীলফামারী জেলায় আজ কিংবা ভবিষৎে বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব। নাটকটিতে ঢাকা ও নীলফামারীর অসংখ্য অভিনয় শিল্পী অভিনয় করেছেন। সবার এরকম সহযোগীতা পেলে নিয়মিত ভালো ভালো নির্মাণ করা সম্ভব। নীলফামারীতে সবাই অবশ্যই অবশ্যই “কোটিপতি মাছ” নাটকটি দেখবেন। সবাই বেশি বেশি বাংলা নাটক দেখবেন, পরিবর্তন হবে অনেক কিছুই।