ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


পরকীয়ায় মত্ত আমির খান, আছে গোপন সন্তান


প্রকাশিত:
১৯ আগস্ট ২০২৫ ১৫:১৮

আমির খান। ছবি: সংগৃহীত

বলিউডের মিস্টার পারফেকশনিস্টখ্যাত তারকা আমির খান। জনপ্রিয় নির্মাতা কিরণ রাও-এর সঙ্গে দীর্ঘ সংসার জীবনের ইতি টেনেছেন তিনি। এবার এই অভিনেতাকে নিয়ে রটেছে নতুন খবর। যে খবরে সবার চক্ষুচড়ক গাছে উঠে যাবে। আর এই খবর ফাঁস করেছেন আমির খানের ভাই ফয়সাল।

ফয়সাল বলেছেন-পরকীয়ায় নাকি মত্ত থাকতেন আমির খান। আছে এক গোপন সন্তানও। এই তারকার বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য এখন রীতিমত ভাইরাল।

ফয়সাল জানিয়েছেন, জেসিকা নামে এক মহিলার সঙ্গে সম্পর্কে ছিলেন আমির খান। বিয়ে করেননি তারা। কিন্তু তাদের একটি সন্তান রয়েছে। শুধু ইরা, জুনাইদ বা আজাদ নয়। আমির খানের রয়েছে আরও এক সন্তান। বহু বছর ধরে তাকে ঘিরে তৈরি হয়েছিল রহস্য। অবশেষে মুখ খুলেছেন তিনি। দিনের পর দিন তাকে মানসিক ভারসাম্যহীন প্রমাণ করার চেষ্টা করেছে পরিবার। গত সোমবার সাংবাদিকের এই অভিযোগ করেছেন ফয়সাল।

ফয়সাল জানিয়েছেন, জেসিকা নামে এক মহিলার সঙ্গে সম্পর্কে ছিলেন আমির। বিয়ে করেননি তারা। কিন্তু তাদের একটি সন্তানও রয়েছে।

তিনি আরও বলেছেন, পরিবারের উপর আমার রাগ হয়েছিল। তখন ওদের একটি চিঠি লিখে পাঠিয়েছিলাম। ওরা আমাকে বার বার বিয়ে করে নিতে বলত। খুবই চাপ দেওয়া হয়েছিল আমাকে।

পরিবারে ভাইবোনদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলে চিঠিতে তিনি জানতে চেয়েছিলেন, কেন বোন নিখাত তিনবার বিয়ে করলেন? ভাই আমিরের সম্পর্কে এর পরেই বিস্ফোরক দাবি ফয়সালের, “ও রিনার সঙ্গে বিবাহবিচ্ছেদ করল। তার পরে জেসিকা নামে এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়াল। বিয়ে না করেও ওদের একটা সন্তান রয়েছে। এই সব আমি সেই চিঠিতে লিখেছিলাম। তত দিনে অবশ্য ও কিরণের সঙ্গে থাকতে শুরু করে দিয়েছে।’’

শুধু ভাই নয়। মাকে নিয়েও বড় অভিযোগ করেছেন ফয়সাল। তিনি বলেছেন, “আমার মাও দু’বার বিয়ে করেছেন। তুতো বোন দু’বার বিয়ে করেছেন। তাই পরিবারকে বলেছিলাম, ‘আমাকে কেন চাপ দেওয়া হচ্ছে।’ রাগ হয়েছিল বলে আমি গালিগালাজও করে ফেলেছিলাম ওদের। আসলে সত্য সব সময়ই তিক্ত হয়। তাই ওরা আমাকে পাগল প্রমাণ করতে উঠেপড়ে লেগেছিল। আমাকে পাগল বলেও ঘোষণা করে দেওয়া হয়।’

এত বছর পরে ফয়সালের দাবি, পরিবারের অন্দরের রাজনীতির জন্যই আজ তার এই অবস্থা। সেই কারণে পরিবারের সঙ্গে আর কোনও যোগাযোগও রাখেননি তিনি।

উল্লেখ্য, আমির খান দুইবার বিয়ে করেছেন এবং দুটি বিয়েই বিবাহবিচ্ছেদে পরিণত হয়েছে। বর্তমানে এই অভিনেতা তার দীর্ঘদিনের বান্ধবী গৌরী স্প্রাটের সঙ্গে লিভিংয়ে রয়েছেন।