দেশকে ভালোবাসুন, দেশেই সম্পদ গড়ুন: এডভোকেট আব্দুল্লাহ
“দেশকে ভালোবাসুন, দেশেই সম্পদ গড়ুন—তবেই বাংলাদেশ অর্থনৈতিকভাবে সত্যিকারের সমৃদ্ধি অর্জন করবে।” এ মন্তব্য করেছেন সাবেক অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ও লিবার্টি ল’ কলেজের অধ্যক্ষ এডভোকেট আব্দুল্লাহ।
২৮ নভেম্বর (শুক্রবার) রাজধানীর মিডনাইট সান-১ রেস্টুরেন্টে ‘পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড’ ও ‘ইজি বিজনেস প্ল্যাটফর্ম’ (ইবিপি) আয়োজিত ‘বিজনেস কনফারেন্স-২০২৫’–অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “যে দেশের মাটিতে আমরা জন্মেছি, সেই দেশের উন্নয়নই আমাদের প্রথম অঙ্গীকার। বিদেশে সম্পদ সঞ্চয় করলে দেশ দরিদ্রই থাকবে, কিন্তু দেশে বিনিয়োগ করলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে, কর্মসংস্থান বাড়বে এবং ভবিষ্যৎ প্রজন্ম উন্নত বাংলাদেশ পাবে। উদ্যোক্তা সৃষ্টি, স্থানীয় বিনিয়োগ এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে হলে তরুণদের এগিয়ে আসতে হবে। ‘পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড’ ও ‘ইজি বিজনেস প্ল্যাটফর্ম’ (ইবিপি) এর মতো বিনিয়োগের প্লাটফর্মগুলো অর্থনৈতিকভাবে সচ্ছলতা অর্জনে ভূমিকা রাখবে বলে আমি মনে করি।”
পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এর চেয়ারম্যান ও ইজি বিজনেস প্লাটফর্ম (ইবিপি) এর ব্যবস্থাপনা পরিচালক এবং মিডিয়া ব্যক্তিত্ব অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির) এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব শরিফ মুর্তজা মামুন, অ্যাডভোকেট আজিম ভূঁইয়া, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এর নির্বাহী পরিচালক সৈয়দ আসাদুজ্জামান শাহিন, সাবেক সরকারী কর্মকর্তা কাজী মফিজুল হক, ক্যাকটাস বিডির সিইও ও মিডিয়া ব্যক্তিত্ব শওকত আলী হাজারী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এসিস্ট্যান্ট কন্ট্রোলার শরিফুল ইসলাম, সাবেক পুলিশ সদস্য নুরুল আলম, এডভোকেট তাজুল ইসলাম, মাওলানা জহুরুল হক,আল ফারুক প্রমুখ।
শরিফ মুর্তজা মামুন বলেন, “বাংলাদেশের সম্ভাবনা আজ আকাশছোঁয়া। দেশের প্রতিটি মানুষ যদি নিজের সম্পদ, শ্রম ও মেধা দেশের উন্নয়নে ব্যয় করে, তাহলে বাংলাদেশ খুব দ্রুত একটি উন্নত ও টেকসই অর্থনীতির দেশে পরিণত হবে। বিনিয়োগ শুধু ব্যবসার প্রসার ঘটায় না, বরং একটি দেশের সামগ্রিক সমৃদ্ধি নিশ্চিত করে। পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড ও ইজি বিজনেস প্ল্যাটফর্ম (ইবিপি) বিনিয়োগের নিরাপত্তা, কর্মসংস্থান বৃদ্ধি এবং উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির) বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের নাগরিকদের জন্য মানসম্মত, নিরাপদ এবং সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা। রিয়েল এস্টেট খাত কেবল নির্মাণ নয়, এটি মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সংযুক্ত। আমাদের প্রচেষ্টা দেশের রিয়েল এস্টেট খাতকে আরও উদ্ভাবনী, কার্যকর এবং মানুষের চাহিদা-ভিত্তিক করে গড়ে তোলা।
অনুষ্ঠানে একটি র্যাফেল ড্র এর আয়োজন করা হয়। র্যাফেল ড্র তে প্রথম পুরস্কার তিন রাত চার দিনের চায়না ট্যুর সহ মোট ১৫টি আকর্ষণীয় পুরস্কার আগত অতিথিদের মাঝে প্রদান করা হয়। প্রথম পুরস্কার বিজয়ী নুসরাত ফারিয়া খান।
পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড, শাশ্বত মনির, অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির), ইবিপি, মনিরুজ্জামান, ইজি বিজনেস প্লাটফর্ম
