মানুষের জন্য কাজ করছেন আত্মপ্রত্যয়ী এক স্বেচ্ছাসেবী সংগঠন "রংধনু"
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু...।’ ভূপেন হাজারিকার সেই কালজয়ী গান এই উক্তিটি যেনো আরও বেশি প্রতিষ্ঠিত হয়ে উঠেছে করোনার এই অন্ধকার সময়ে। দেশের অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছেন এই মহামারির সংকটকালে। অনেকেই খাদ্যের অভাবে অসহায় জীবনযাপন করছেন। তবে মানবতার এই করুণ পরিস্থিতিতে বসে নেই মানবিক মানুষেরাও।
অনেকেই যে যার মত করে সাহায্য করে যাচ্ছেন অসহায় মানুষদের। সেই ধারাবাহিকতায় এসব অবহেলিত মানুষে পাশে দাঁড়িয়েছেন শরীয়তপুরের স্থানীয় ভিত্তিক স্বেচ্ছাসেবক সংগঠন রংধনু সংযোগী টিম। এই সংগঠনের উদ্যোগে প্রায় প্রায় শতাধিক অসহায় পরিবারকে ঈদ উপহার দিয়েছেন তারা।
করোনা মহামারিতে অসহায় মানুষের মুখে ঈদের খুশি ছড়িয়ে দিতে তার তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ।এতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রবাসী বন্ধুরা।