ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জবি ছাত্রলীগের বৃক্ষরোপণ


৩০ সেপ্টেম্বর ২০১৯ ১২:০৯

আপডেট:
৩ মে ২০২৫ ০৮:৪৩

বঙ্গবন্ধুকন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন ও ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বৃক্ষরোপণ করা হয়। রবিবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রঙ্গনে বৃক্ষরোপণ করা হয়।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক ১নং সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম ফরাজীর নেতৃত্বে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় প্রায় শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এবিষয়ে ইব্রাহীম ফরাজী বলেন, “বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে ও তার দীর্ঘায়ু কামনায় আজ ক্যাম্পাস খোলার দিনে আমরা বৃক্ষরোপন করি। আমরা (ছাত্রলীগ কর্মীরা) সবাই নিজেদের অবস্থান থেকে একটা করে ভাল কাজ করলে এর সমষ্টিগত অর্জনটা বাংলাদেশ ছাত্রলীগের’ই হবে। ছাত্রলীগের পজেটিভ ভাবমূর্তি জনগনের কাছে পৌছাতে সকলের জায়গা হতে নিয়মিত ভাল কাজ করে যেতে আমার অনুরোধ থাকবে।”