ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


জবিতে অক্টোপাস আকৃতির শহীদ মিনার পরিবর্তনে মানববন্ধন


১৪ জানুয়ারী ২০২০ ১২:২৯

আপডেট:
৩ মে ২০২৫ ০৮:২৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অক্টোপাস আকৃতির শহীদ মিনারের পরিবর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে তৈরির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১ টায় (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন শেষে ভিসি বরাবর একটি স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে বলা হয়, ক্যাম্পাসে যে অক্টোপাস আকৃতির শহীদ মিনার তা আসলে শহীদ মিনার না বসার স্থান তা অনেকে জানে না। তাই ভুল করে অনেকে এর উপর জুতা পায়ে উঠে আড্ডাবাজি করে, এমনকি সন্ধ্যায় এর ভিতরে বিভিন্ন অসামাজিক কার্যক্রম চোখে পড়ে। যার ফলে প্রতিনিয়ত ভাষা শহীদদের অবমাননা করা হচ্ছে।

সকল রাজকীয় দায়িত্ব ছাড়লেন প্রিন্স হ্যারি ও মেগান, আহত হয়েছে রাজপরিবার, জানালো বাকিংহাম প্যালেস ≣ মাদকের কারণে যে ব্যক্তির দাঁত পড়ে যায়, তার পক্ষে কাউকে টেনে নিয়ে ধর্ষণ তো দূরে থাক, নিজেকে টেনে তোলার ক্ষমতাই থাকে না ≣ বালিশ ও পর্দাকাণ্ডের মতো ১১ হাজার টাকায় দুটি কলম কিনে ‘কলমকাণ্ড’ ঘটালেন রাবি অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদি


এসময় স্মারকলিপিতে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে শহীদ মিনার নির্মাণের দাবির পাশাপাশি ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের দাবি জানিয়ে বলা হয়, যার জন্ম না হলে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতাম না, বাংলা ভাষা পেতাম না সেই মহান ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন ম্যুরাল দেশের ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানে নেই।

তাই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, ভাবমূর্তি ও শহীদদের সম্মান রক্ষার্থে অনতিবিলম্বে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানায় সাধারণ শিক্ষর্থীরা।

শহীদ মিনার পুনঃনির্মাণ ও বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরির বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, আমাদের যে শহীদ মিনার আছে তার অবকাঠানোর কারণে মর্যাদা রক্ষা হচ্ছে না। আমরা এটা ভেঙ্গে অল্প সময়ের মধ্যে দৃষ্টিনন্দন শহীদ মিনার তৈরি করব এবং সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল তৈরি করা হবে।