ঢাকা রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ১৯শে শ্রাবণ ১৪৩২


বেলকুচিতে ধুকুরিয়াবেড়াতে উত্তর পাড়ায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


প্রকাশিত:
২ আগস্ট ২০২৫ ২৩:৩৮

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের উত্তর পাড়ায় একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় ফুটবল টুর্নামেন্ট।

শুরুবার(০১ আগষ্ট ) বিকালে ধুকুরিয়াবেড়া উত্তরপাড়া  মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বারেক মন্ডল মেম্বার  ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহিন  সভাপতি, ধুকুরিয়াবেড়া উচ্চ বিদ্যালয় ।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব মোঃ হাসমত আলী (হাসু) প্যানেল চেয়ারম্যান, ৫নং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন, জনাব মোঃ ফজল মন্ডল, মোঃ আব্দুল মজিদ মন্ডল, মোঃ রাজ্জাক  মন্ডল, আমিরুল মন্ডল, ফারুক, শহিদুল ইসলাম মাস্টার,  আরমান হোসেন, হালিম, হেলাল উদ্দিন, ওসমান মন্ডল, আলিম, আলামিন মন্ডল সহ এলাকার ময়মুরুব্বি।

টুর্নামেন্টে অংশ নেয় দুইটি দল—ফারুক ফুটবল একাদশ বনাম জাকারিয়া ফুটবল একাদশ। খেলার প্রতিটি মুহূর্তে দর্শকদের মধ্যে ছিল তুমুল উত্তেজনা।

আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন - ধুকুরিয়াবেড়া উত্তর পাড়ায় যুবকবৃন্দ। তরুণদের উদ্যোগে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়াঙ্গনে এক প্রাণবন্ত উদাহরণ হয়ে উঠেছে। এলাকার ক্রীড়াপ্রেমীরা এমন আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিতভাবে এর ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।