ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


পরিবহণ পুলের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন শিক্ষার্থীরা

জবি-আজিমপুর রুটে ‘বিজয়’ বাসের সার্ভিসে অনিয়ম, শিক্ষার্থীদের ভোগান্তি


৩০ জানুয়ারী ২০২৫ ১৯:০৫

আপডেট:
২ মে ২০২৫ ২০:৫১

ছবি: আমাদের দিন

ঢাকার আজিমপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর বসবাস। প্রতিদিন প্রায় দুইটি বাসে গাদাগাদি করেই বিশ্ববিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের। কয়েক বছর ধরেই দুইটি বাস শিক্ষার্থীদের নিয়মিত এই রুটে বহন করলেও ভোগান্তি যেন কমছেই না। সকাল-বিকাল দাঁড়িয়ে যেতে হয়। সবচেয়ে বড় বিপত্তি হলো মাঝে মধ্যেই দুটি বাসের একটি বাস বিভিন্ন অজুহাত দেখিয়ে শিক্ষার্থীদের আনা নেওয়া করে না। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় একটি ফেসবুক পোস্ট এই প্রতিবেদকের নজরে আসে। বিষয়টির সত্যতা যাচাইয়ে বাসে যাতায়াতকারী একাধিক শিক্ষার্থীর সাথে প্রতিবেদকের কথা হয়। তারাও ঘটনার সত্যতা তুলে ধরেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, ‘মাঝে মধ্যেই বাসে এমন অনিয়ম হচ্ছে। যেই কারণে অনেক চাপাচাপি করে বাসে যাতায়াত করতে হয়। প্রচন্ড জ্যামে যা অস্বস্তিকর।’ অভিযোগ আছে একটি বাস ভরার পর অন্য বাসে অর্ধেক আসন পূর্ণ হলেও অনেক সময় বিকেলে ক্যাম্পাস থেকে একটি বাস ছাড়া হয়না।   

১৯ তম ব্যাচের রাবেয়া সুলতানা রিতু নামের এক শিক্ষার্থী একটি ফেসবুক গ্রুপে পোস্ট করে লেখেন ‘সাধারণত দুটো ভার্সিটি বাস যাতায়াত করে আজিমপুর থেকে, (বিজয় -১,বিজয়-২)। স্টুডেন্ট সংখ্যা এতো বেশি যে দুটো বাসেও জায়গা হয় না। তার উপর মাঝে মধ্যে বিভিন্ন অযুহাত দেখিয়ে একটা বাস আসে না, দুই বাসের স্টুডেন্ট এক বাসে যাতায়াত করে। পা ফেলার জায়গা থাকে না বাসের ভিতরে। ক্যাম্পাস থেকে বাসা আসার সময় বাসের সিটে বসতে পারাটা সৌভাগ্য মনে হয় এখন। আজকেই কি বাজে অভিজ্ঞতা হলো। বাসে বসে দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা, বাইরে রাস্তায় জ্যাম,৩০ মিনিটের রাস্তা আসতে প্রতিদিন ১ ঘন্টা লাগে,বাসের ভিতরে জ্যাম, ঐ অবস্থায় আর কিছুক্ষণ থাকলে হয়তো অজ্ঞান হয়ে যেতাম। আমরা মেয়েরা তাও মনে হয় সুবিধা একটু বেশিই পাই, কিন্তু যে ভাইয়েরা প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাতায়াত করেন, বসার জায়গাই পান না তাদের অবস্থা ভাবলে আরো বেশি খারাপ লাগে। কি জানি হয়তো কালকেও গিয়ে দেখবো একটা বাস আসেনি।’

উক্ত সমস্যার ব্যাপারে আজ বৃহস্পতিবার পরিবহন পুলে দায়িত্বরত একজনের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ড্রাইভার সংকটের কারণেই এটা হচ্ছে। কেউ ছুটিতে, কেউ হামলায় আহত হওয়ায় এই সমস্যা হচ্ছে। এছাড়া অন্যান্য বাস ভিন্ন রুটে বিভিন্ন শিফটে অতিরিক্ত সার্ভিস দেয় বিধায় জ্যাম ঠেলে ক্যাম্পাসে আসতে না পারার অযুহাত দেখান তিনি। আগামী সপ্তাহ থেকে এই সমস্যা হবেনা বলেও আশ্বাস দেন দায়িত্বরত এই কর্মকর্তা। 

শিক্ষার্থীদের দাবি এই রুটে বরাদ্দকৃত ‘বিজয়-১’ ও ‘বিজয়-২’ বাস যেন নিয়মিত সুবিধা দেয়। পরিবহণ পুলের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন তারা।


জবি, পরিবহন পুল, আজিমপুর, বাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়