ঢাকা শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


নিউজিল্যান্ডের সব পত্রিকার প্রথম পাতায় ‘সালাম’


২৩ মার্চ ২০১৯ ২১:৩৫

আপডেট:
১০ মে ২০২৪ ০৭:০৬

ক্রাইস্টচার্চে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল শুক্রবার নিউজিল্যান্ডের প্রধান প্রধান জাতীয় নিউজিল্যান্ডের সব পত্রিকার প্রথম

পাতায় ‘সালাম’ দৈনিকগুলোর প্রথম পাতায় ছাপা হয়েছে আরবি শব্দ ‘সালাম’, যার অর্থ শান্তি। মুসলিম সম্প্রদায়ের লোকজন একে অন্যকে সালাম প্রদানের মাধ্যমে জানান যে, আপনার ওপর শান্তি বর্ষিত হোক। ক্রাইস্টচার্চের হামলায় নিহত মুসল্লিদের স্মরণ করেই নজিরবিহীন এই পদক্ষেপ নিয়েছে পত্রিকাগুলো। সালাম শব্দের পাশাপাশি পত্রিকাগুলোতে নিহতদের নামও ছাপানো হয়েছে। পত্রিকার প্রথম পাতার ওপরে রয়েছে সালাম এবং এর নিচেই নিহতদের নাম।

এক বিবৃতিতে নিউজিল্যান্ডের ফেডারেশন অব ইসলামিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মুস্তফা ফারুক বলেন, আমরা সত্যিই খুব আনন্দিত যে, জুমার নামাজ বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচার হচ্ছে। ফলে সবাই এতে অংশ নিতে পারছেন।

হামলার এক সপ্তাহ পর গতকাল শুক্রবার জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এ সময় মুসলিমদের সঙ্গে সংহতি প্রকাশ করে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে আজান এবং জুমার নামাজ রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিওতে সরাসরি সম্প্রচার করা হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই মিনিট নীরবতাও পালন করেছে নিউজিল্যান্ডের মানুষ।

গত শুক্রবার জুমার নামাজের সময় আল নূর ও লিনউড মসজিদে হামলা চালায় ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট। মুসলিমদের প্রতি ঘৃণা থেকেই তিনি ভয়াবহ ওই হামলা চালিয়েছেন। কিন্তু তার ওই হামলার পর দেশের মানুষ মুসলিমদের পাশে এসে দাঁড়িয়েছে। নিউজিল্যান্ডের সরকার এবং দেশের সাধারণ মানুষ মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করেছে। সূত্র : হেরাল্ড