বাগদাদে ‘অজ্ঞাত বন্দুকধারীদের’ গুলিতে ১৯ বিক্ষোভকারী নিহত

ইরাকের রাজধানী বাগদাদে চলমান বিক্ষোভে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১৯ বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭০ জন।
শুক্রবার বাগদাদের তাহরির স্কয়ারে বিক্ষোভকারীদের মূল ক্যাম্পের কাছে বন্দুক হামলায় এ হতাহতের ঘটনা ঘটে বলে মেডিকেল ও নিরাপত্তা সূত্র জানিয়েছে।
এএফপির বরাত দিয়ে আলজাজিরা জানায়, আল-সিনাক ব্রিজের কাছে বিক্ষোভকারীরা যেখানে অবস্থান করছেন, সেখানকার একটি বড় ভবন লক্ষ্য করে বিকেলে পিকআপে করে আসা বন্দুকধারীরা এ হামলা চালায়।
বন্দুকধারীরা ওই ভবন থেকে বিক্ষোভকারীদের বের হতে বাধ্য করে। এসময় ব্রাশফায়ারের শব্দ শোনা যায়। ‘অজ্ঞাত লোকজন’ ভবনটিতে আগুন ধরিয়ে দেয় বলেও জানায় রাষ্ট্রীয় টেলিভিশন।
প্রায় দুই মাস ধরে চলা বিক্ষোভের মুখে গত সপ্তাহে পদত্যাগ করেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহাদি। তার পদত্যাগের পর এটাই রাজধানী বাগদাদে সবচেয়ে রক্তাক্ত সহিংসতা।
বেকারত্ব ও দুর্নীতির বিরুদ্ধে এবং সরকারি পরিষেবা নিশ্চিতের দাবিতে দুই মাস ধরে বিক্ষোভ করে আসছে ইরাকিরা। রক্তক্ষয়ী এই বিক্ষোভে নিহত হয়েছে সাড়ে চার শতাধিক। আহত হয়েছে ১৫ হাজারের বেশি।