ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


ইতিহাসের সবচেয়ে অদ্ভুত রান আউটের জন্ম দিলো পাকিস্তান!


১৮ অক্টোবর ২০১৮ ২৩:৩২

আপডেট:
২ মে ২০২৫ ২০:৩৪

ইতিহাসের সবচেয়ে অদ্ভুত রান আউটের জন্ম দিলো পাকিস্তান

১৬০ রানে তখন পাকিস্তানের ৩ উইকেট। ক্রিজে নবাগত আসাদ শফিককে নিয়ে থিতু হওয়া আজহার আলী। বল হাতে সিডল। ৫২ ওভারে দ্বিতীয় বলটি করলেন অস্ট্রেলিয়ান এই ফাস্ট বোলার। একটু হাফ ভলি বল ব্যাটের কোণায় লেগে চলে যায় ডিপ মিড স্কয়ারে। বল গড়িয়ে থামে সীমানার একেবারে সামনে। সেখান থেকে বল কুড়িয়ে উইকেট রক্ষকের কাছে পাঠিয়ে দেন মিচেল স্টার্ক।

বল পেয়েই স্টাম্পে আঘাত করেন অজি উইকেটরক্ষক টিম পেইন। এদিকে `চার হয়ে গেছে এমন মনে করে’ ক্রিজের মাঝখানে আয়েশিভাবে দাঁড়িয়ে ছিলেন আজহার-শফিক। আর আম্পায়ার আঙ্গুল তুলে ঈশারা দেন প্যাভিলিয়নে ফিরে যাওয়ার। আউট হয়েছেন আজহার।

floz_11@floz_11
 

Check out this run out 
                                <br>
                                <div align=