ঢাকা রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


ফ্রান্সের প্রেসিডেন্টকে চড় মারায় ৪ মাসের কারাদণ্ড


১১ জুন ২০২১ ১৭:১২

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ২১:০৪

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁকে চড় মারার অভিযোগে আটক ব্যক্তিকে চার মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

স্থানীয় সময় বৃহস্পতিবার আদালত এই সাজা দিয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত দামিয়েন তেরেলের বিরুদ্ধে ১৮ মাসের সাজা ঘোষণা করে আদালত। পরে ১৪ মাসের সাজা স্থগিত করায় তাকে চার মাস কারাগারে থাকতে হবে।

মঙ্গলবার দক্ষিণ-পূর্ব ফ্রান্সের ভালেন্স শহরের তাইন-ল্য’হার্মিটেজ এলাকায় সফরের সময় ম্যাঁখোকে সপাটে চড় মারেন ওই ব্যক্তি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিরাপত্তা বেড়ার কাছে গিয়ে এক ব্যক্তির বাম হাত স্পর্শ করেন ম্যাখোঁ। এ সময় ডান হাত দিয়ে ম্যাখোঁর গালে সপাটে চড় বসিয়ে দেন ওই ব্যক্তি।

চড় খেয়ে পেছনে সরে আসেন ম্যাখোঁ। এরপর প্রেসিডেন্টের দেহরক্ষীরা ওই ব্যক্তিকে পাকড়াও করে।

চড় দেওয়ার সময় ওই ব্যক্তিকে ‘ম্যাখোঁ-বাদ (ম্যাক্রনিজম) নিপাত যাক’ বলে স্লোগান দিতে শোনা যায় বলে স্থানীয় সংবাদমাধ্যম জানায়।

বিবিসি জানায়, এ ঘটনায় ভিডিও ধারণকারী ব্যক্তিকেও আটক করা হয়েছে। তার বাসায় হিটলারের ইহুদি-বিরোধী বই মাইন কাম্ফ (আমার সংগ্রাম) এবং কিছু অস্ত্রশস্ত্র পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি তলোয়ার, একটি ছুরি এবং সংগ্রহে রাখার জন্য একটি রাইফেল। রাইফেলটি রাখার বৈধ অনুমতি ওই ব্যক্তির রয়েছে। তবে এসব অস্ত্রশস্ত্র ব্যবহারযোগ্য কিনা তা স্পষ্ট নয়।