ঢাকা রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


সাংবাদিকতায় পুলিৎজার পাচ্ছেন ফ্লয়েডের ভিডিও করা কিশোরী


১২ জুন ২০২১ ১৯:০২

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ২৩:২২

জর্জ ফ্লয়েডকে হাঁটুচাপা দিয়ে মারার দৃশ্য মোবাইলে ধারণ করা সেই কিশোরীকে সাংবাদিকতার বিশেষ ক্যাটাগরির পুরস্কারে ভূষিত করেছে পুলিৎজার প্রাইজ বোর্ড।

পুলিৎজার কমিটি তাদের সিদ্ধান্তে জানিয়েছে, ডারনেলা ফ্রেজার নামের ১৮ বছর বয়সী কিশোরীর সাহসিকতার সম্মান এই পুরস্কার।

ফ্রেজারের ধারণ করা ভিডিওটির কারণেই বিশ্বজুড়ে বর্ণবাদবিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করে। কৃষ্ণাজ্ঞ ফ্লয়েডকে কীভাবে শ্বাসরোধ করে হত্যা করে শ্বেতাঙ্গ পুলিশেরা তার নির্মমতা দেখে ফুঁসে ওঠে সাম্যবাদী মানুষেরা। আদালতেও সেই ভিডিও সাক্ষী হিসেবে কাজে লাগে। যার কারণে ফেঁসে যান পুলিশ অফিসার ডেরেক চওভিন।

সাংবাদিকতায় পুলিৎজারকে সবচেয়ে সম্মানজনক পুরস্কার বিবেচনা করা হয়।

গত বছর ২৫ মে কাজিনের সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ফ্রেজার। ওই সময় ফ্লয়েডের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি তার চোখে পড়ে।

আদালতে ফ্রেজার বলেন, ‘একজন মানুষকে ভিত অবস্থায় জীবন ভিক্ষা চাইতে দেখে আমি ফোনে ভিডিও ধারণ করতে থাকি।’

ফ্রেজার ফ্লয়েডকে বলতে শোনেন, ‘আমি শ্বাস নিতে পারছি না।’ওই সময় ফ্লয়েড তার মাকেও ডাকতে থাকেন।

এই ঘটনার প্রথম সংবাদ প্রকাশ করায় দ্য মিনিয়াপোলিস স্টার ট্রিবিউনকে ব্রেকিং নিউজ ক্যাটাগরিতে পুলিৎজার দেওয়া হচ্ছে।

ফ্লয়েডের ভিডিও ধারণ করার সময় ফ্রেজারের বয়স ছিল ১৭ বছর। তিনি নিজেও কৃষ্ণাঙ্গ।

আদালতকে কাঁদতে কাঁদতে বলেন, ‘জর্জ ফ্লয়েডের দিকে তাকানোর সময় আমি বাবাকে দেখি, ভাইকে দেখি, কাজিন, চাচাকে দেখি-কারণ তারা সবাই কৃষ্ণাঙ্গ।’