ঢাকা সোমবার, ২রা অক্টোবর ২০২৩, ১৮ই আশ্বিন ১৪৩০


ইউক্রেনে মার্কিন সাংবাদিককে গুলি করে হত্যা


১৪ মার্চ ২০২২ ১১:১০

আপডেট:
২ অক্টোবর ২০২৩ ০৭:৩০

ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশের শহর ইরপিনে ব্রেন্ট রেনড নামের এক মার্কিন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। কিয়েভের পুলিশ প্রধান আন্দ্রি নেবিতোভ জানিয়েছেন, রাশিয়ান সেনারা ওই সাংবাদিককে লক্ষ্য করে গুলি করেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই সাংবাদিক; তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এই প্রথম সেখানে কোনো বিদেশি সাংবাদিকের মৃত্যুর খবর পাওয়া গেল।

ব্রেন্ট রেনডের কাছে যে প্রেস আইডি ছিল, তা নিউইয়র্ক টাইমসের। তবে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এক বিবৃতিতে নিউইয়র্ক টাইমস বলেছে, রেনড ইউক্রেনে তাদের হয়ে কাজ করছিলেন না। সবশেষ ২০১৫ সালে তিনি তাদের হয়ে কাজ করেছিলেন।

ইউক্রেনে যে প্রেস আইডি কার্ডটি তিনি ব্যবহার করছিলেন, তা কয়েক বছর আগে ইস্যু করা বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।