ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু


৩০ এপ্রিল ২০২৫ ১১:৩০

আপডেট:
১ মে ২০২৫ ১০:২৯

হোটেলে অগ্নিকাণ্ডের দৃশ্য। ছবি: সংগৃহীত

কলকাতার বড়বাজার এলাকার ফলপট্টি মাছুয়া সংলগ্ন একটি হোটেলে গতকাল সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও দমকল বিভাগ জানিয়েছে, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তথ্যে জানা যায়, মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৮টা ১৫ মিনিট নাগাদ রীতুরাজ হোটেলে আগুন লাগে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় ১০টি দমকলের ইঞ্জিন। দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে উদ্ধার কাজ এখনো চলছে।

কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। উদ্ধার তৎপরতা চলছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি এবং একটি বিশেষ তদন্ত দলও গঠন করা হয়েছে।’

পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে, তবে চূড়ান্ত কারণ এখনো নিশ্চিত নয়। অগ্নিকাণ্ডের সময় হোটেল ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক অতিথি জানালা ও কার্নিশ ধরে বাইরে বেরিয়ে আসার চেষ্টাও করেন।

ঘটনাটিকে মর্মান্তিক আখ্যা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ও পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য প্রশাসনকে দ্রুত উদ্ধার কার্যক্রম চালানোর আহ্বান জানান।

ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এবং হোটেল চত্বর ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।