পাকিস্তানে হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল
‘ভারতের আত্মরক্ষার অধিকার আছে’

পাকিস্তান শাসিত কাশ্মীর ও পাকিস্তানের ওপর ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে যে সামরিক অভিযান চালিয়েছে, তার প্রতিক্রিয়ায় ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার বলেছেন, ‘ভারতের আত্মরক্ষার অধিকার আছে।’
তিনি বলেন, ‘ভারতের আত্মরক্ষার অধিকারকে ইসরায়েল সমর্থন করে।’
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (পূর্বের টুইটার) লেখেন, ‘সন্ত্রাসীদের অবশ্যই জানতে হবে যে নিরীহ মানুষের ওপর বর্বরতার পর তাদের লুকানোর জন্য কোনও আশ্রয়স্থল নেই।’
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘পাকিস্তান ও পাকিস্তান-শাসিত জম্মু ও কাশ্মীরে অবস্থিত নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানো হয়েছে।’