ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


কাশ্মীরে পাকিস্তানের পালটা হামলায় নিহত ১০


৭ মে ২০২৫ ১৩:৩২

আপডেট:
৮ মে ২০২৫ ০৫:৩৬

ছবি : সংগৃহীত

ভারতে হামলার প্রতিক্রিয়ায় কাশ্মীর সীমান্তে পাকিস্তানের গোলাবর্ষণে কাশ্মীরে অন্তত ১০ জন নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় পুলিশ ও স্বাস্থ্য কর্তৃপক্ষ।

বুধবার (৭ মে) সকালে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার একাধিক স্থানে ব্যাপক গোলাগুলি ও মর্টার শেলিং চালায় পাকিস্তানি বাহিনী। সংবাদসংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানা গেছে।

ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানি সেনারা অনিয়ন্ত্রিতভাবে গুলি ছুঁড়েছে। ভারতীয় বাহিনী উপযুক্ত ও তুলনামূলক জবাব দিচ্ছে।’

সীমান্তবর্তী পুঞ্চ জেলায় এই হামলায় সব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্মকর্তারা। গোলাবর্ষণে বেশ কয়েকটি বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ বিভাগও বলেছে, হামলায় এখন পর্যন্ত কমপক্ষে আহত ৪৮ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই হামলা এবং পালটা গোলাগুলিকে কেন্দ্র করে নিয়ন্ত্রণ রেখার দুই পাশে উত্তেজনা চরমে পৌঁছেছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ভারী কামান ব্যবহার করে পালটা পালটি গোলাবর্ষণ চলছে বলে জানিয়েছে সীমান্ত নিরাপত্তা কর্তৃপক্ষ।

কাশ্মীর সীমান্তে এই ধরণের রক্তক্ষয়ী সংঘর্ষ ২০০৩ সালের যুদ্ধবিরতি চুক্তি নবায়নের পর খুবই বিরল। বর্তমান পরিস্থিতি দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে নতুন করে সরাসরি সংঘর্ষের আশঙ্কা তৈরি করেছে।