ঢাকা মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান মালয়েশিয়ার


প্রকাশিত:
২৩ জুন ২০২৫ ১২:০৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বিভিন্ন দেশে ইসরায়েলি সহিংসতা মোকাবিলায় ইহুদি দেশটির ওপর চাপ বাড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

তিনি সাংবাদিকদের বলেছেন, “যখন তারা (ইসরায়েল) হামলা চালায় এবং ইরানের মানুষকে হত্যা করে, তখন প্রতিশোধ নেওয়া অনিবার্য। আমাদের অবস্থান ন্যায়সংগত।

“গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রয়েছে, যেখানে নারী ও শিশুরাও মারা যাচ্ছে। এখন ইসরায়েল আক্রমণ করছে ইরানে, যারা পাল্টা জবাব দিতে বাধ্য হচ্ছে। এই সংঘাতে যুক্তরাষ্ট্রসহ বহিঃশক্তি জড়িয়ে পড়ায় পরিস্থিতিকে আরও খারাপ হয়েছে।”

আনোয়ার ইব্রাহিম বলেন, “প্রশ্ন হলো, যদি ইরানকে প্রতিক্রিয়া জানাতে না দেওয়া হয়, তাহলে ইসরায়েলকে কেন এভাবে (অবিরাম) হামলা চালাতে দেওয়া হচ্ছে?”

তুরস্কের আঙ্কারায় ওইআইসির বৈঠকের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির সঙ্গে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাজী হাসানের বৈঠকের আনোয়ার ইব্রাহিম এই প্রতিক্রিয়া জানালেন।

সূত্র: আল জাজিরা