ঢাকা মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


যুদ্ধের মধ্যেই ইরানে চলছে পবিত্র মহররমের প্রস্তুতি


প্রকাশিত:
২৩ জুন ২০২৫ ১৬:১৩

যুদ্ধের মধ্যেই মহররমের প্রস্তুতি নিচ্ছে ইরান। ছবি: ফার্স

চলমান সংঘাতের মধ্যেই পবিত্র মহররম মাসের প্রস্তুতি নিচ্ছেন ইরানিরা। হিজরি বছরের প্রথম মাস মহররম। পুরো মুসলিম বিশ্ব তো বটেই, শিয়া মুসলিমদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই মাস। চাঁদের ওপর নির্ভর করে আগামী ২৬ অথবা ২৭ জুন শুরু হতে যাচ্ছে নতুন হিজরি সন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের এক্স হ্যান্ডলে প্রকাশিত ছবিতে দেখা যায়, কারবালায় ইমাম হোসেনের পবিত্র রওজার ভেতরে মহররমের প্রস্তুতিতে ব্যস্ত কর্মীরা। এ আয়োজন চলবে আগামী ২৫ জুলাই পর্যন্ত।

শিয়া মুসলমানদের কাছে এই মাসটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ সপ্তম শতাব্দীতে এই মাসেই কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদের (সা.) দৌহিত্র ইমাম হোসেন শহীদ হন। শোক, প্রতিবাদ এবং ন্যায়-অন্যায়ের চিরন্তন লড়াইয়ের প্রতীক হয়ে ওঠা ইমাম হোসেনের এই আত্মত্যাগই মহররমের প্রধান তাৎপর্য।

প্রতিবছর মহররম উপলক্ষে হাজার হাজার ইরানি তীর্থযাত্রী ইরাকের কারবালা নগরীতে অবস্থিত ইমাম হোসেনের পবিত্র রওজা জিয়ারতের উদ্দেশে যাত্রা করেন। অন্যদিকে, ইরানের বিভিন্ন শিয়া মসজিদ ও ইমামবাড়ায় আয়োজিত হয় বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান। ইরান ছাড়াও মধ্যপ্রাচ্যের আরও অনেক দেশ এবং দক্ষিণ এশিয়ার শিয়া মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতেও মহররম মাসটি গভীর শ্রদ্ধা ও শোকে পালিত হয়।

১১ দিন ধরে ইরানে ক্রমাগত বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গতকাল শনিবার সেই হামলায় যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রও। নাতানজ, ফোরদো আর ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে বাংকার বাস্টার বোমা হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এর আগে ইসরায়েলের হামলায় প্রথম দিনই শীর্ষস্থানীয় বেশ কয়েক সামরিক কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীকে হারিয়েছে ইরান। প্রাণনাশের হুমকিতে বাংকারে আশ্রয় নিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।