ঢাকা মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


পারমাণবিক কর্মসূচি থামানো হবে না— ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত:
২৩ জুন ২০২৫ ১৭:৩০

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি কড়া ভাষায় ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলাকে প্রকাশ্য আগ্রাসন ও অপরাধ বলে নিন্দা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি কোনো অবস্থাতেই থামানো হবে না।

সোমবার (২৩ জুন) মেহের নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জার্মানির এআরডি সম্প্রচার মাধ্যমকে রোববার (২২ জুন) দেওয়া এক সাক্ষাৎকারে রাভানচি ইরানের পারমাণবিক কার্যক্রম, যার মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণও রয়েছে, তা বন্ধ করার দাবি সরাসরি প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, ‘আমরা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-এর প্রকৃত সদস্য। ইরান পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে। আমরা যতক্ষণ এনপিটি’র কাঠামোর মধ্যে থাকব, ততক্ষণ কেউ আমাদের বলতে পারবে না যে আমাদের কী করা উচিত আর কী করা উচিত নয়।’

মার্কিন সামরিক হামলায় পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষতির বিষয়ে উপ-পররাষ্ট্রমন্ত্রী অবশ্য কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে এবং দেশটির সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। এরপরই মার্কিন যুক্তরাষ্ট্র এই সংঘাতে যোগ দিয়ে রোববার ভোরে ইরানের নাতানজ, ফোর্দো এবং ইসফাহানের তিনটি পারমাণবিক সাইটে সামরিক হামলা চালায়। ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, এই মার্কিন হামলার প্রতিক্রিয়ায় তেহরান নিজস্ব বিকল্প ব্যবহারের অধিকার সংরক্ষণ করে।