টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে, যাদের মধ্যে ২৮ জন শিশু রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এর মধ্যে নিখোঁজ রয়েছেন অন্তত ৪১ জন।
শুক্রবার (৪ জুলাই) শুরু হওয়া এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যার কাউন্টি। সেখানে ২৮ শিশুসহ ৬৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গুয়াদালুপে নদীর তীরে অবস্থিত খ্রিস্টান গার্লস ক্যাম্প এর ১০ জন কিশোরী ও একজন পরামর্শদাতা এখনও নিখোঁজ রয়েছেন।
রোববার (৬ জুলাই) টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, ‘একজনও নিখোঁজ থাকলে আমরা থামবো না। সবাইকে খুঁজে বের করতে যা প্রয়োজন, তা করা হবে।’
এর আগে তিনি ব্যক্তিগতভাবে দুর্গত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ‘ছোট ছোট শিশুদের ওপর দিয়ে যা গেছে, তা সত্যিই ভয়াবহ।’
বন্যায় মৃতদের মধ্যে এখনো ক্যার কাউন্টিতে শনাক্ত না হওয়া ১৮ জন প্রাপ্তবয়স্ক ও ১০ জন শিশু রয়েছেন। এদিকে, উদ্ধারকর্মীরা এখনো কাদামাটি ও ধ্বংসাবশেষের মাঝে খুঁজে চলেছেন নিখোঁজদের। তবে তাদের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে বিরুপ আবহাওয়া। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ঝড়ের আশঙ্কা রয়েছে।