ঢাকা মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৮ই শ্রাবণ ১৪৩২


হুথিদের লক্ষ্য করে ইয়েমেনে ইসরায়েলি হামলা


প্রকাশিত:
২২ জুলাই ২০২৫ ১২:৫৮

ছবি : সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়েমেনের হোদেইদা বন্দরে চালানো হামলায় একটি ডক বিধ্বস্ত হওয়ার তথ্য দিয়েছে হুথিদের এক নিরাপত্তা কর্মকর্তা।

গতকাল সোমবার (২১ জুলাই) এই হামলা চালানোর ঘটনা নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ। তিনি এক বিবৃতিতে দাবি করেছেন, পূর্বের হামলায় তাদের বিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠন প্রতিরোধে এই পদক্ষেপ নেওয়া হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে দাবি করা হয়, হামলায় প্রকৌশল বাহন, জ্বালানি কনটেইনার, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক কর্মকাণ্ডে ব্যবহৃত নৌযান এবং অন্যান্য সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা হয়েছে।

ইরান থেকে অস্ত্র পরিবহনের কেন্দ্র হিসেবে বন্দরটি ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করে বিবৃতিতে বলা হয়, এগুলো হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করছিল।

এদিকে, ইরানের সঙ্গে তাদের সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের জের ধরে কাতজ আরও বলেন, ইয়েমেনও তেহরানের ভাগ্যবরণ করতে যাচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি লোহিত সাগর ও গালফ অব এডেনে হামলা পুনরায় শুরু করেছে হুথি বিদ্রোহীরা। গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য তাদের সঙ্গে সম্পর্কিত জাহাজে এসব হামলা চালানো হচ্ছে।