ঢাকা বৃহঃস্পতিবার, ১৪ই আগস্ট ২০২৫, ৩১শে শ্রাবণ ১৪৩২


ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়ন প্রেজেন্টস ক্যাপিটাল ক্ল্যাশ লিগ (CCL) – সিজন ১ জুলাই স্মরণে নতুন প্রিমিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু


প্রকাশিত:
১৩ আগস্ট ২০২৫ ১৬:০৯

ঢাকার ক্রিকেটপ্রেমীদের জন্য নতুন এক উত্তেজনাপূর্ণ ক্রিকেট উৎসব ‘ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়ন প্রেজেন্টস ক্যাপিটাল ক্ল্যাশ লিগ (CCL) – সিজন ১’ এর খেলোয়াড় নিলাম গত ৯ আগস্ট যাত্রাবাড়ীর থাইপার্ক চায়নিজ রেস্তোরাঁয় জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে। আজ নিলাম অনুষ্ঠিত হওয়ার প্রায় তিন দিন পেরিয়ে গেছে এবং এখন টুর্নামেন্ট শুরুর অপেক্ষায় সবাই।

২০০’র বেশি ক্রিকেটার অংশগ্রহণ করা এই নিলামে ১০টি দল অংশ নিচ্ছে। দলগুলো দুইটি গ্রুপে বিভক্ত হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে লিগ পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে। দলগুলো হলো—
মজেস্টিক ঢাকা টাইগার্স, আমরিন ফিলামেন্ট ওয়ারিয়র্স, আরপি স্ট্রাইকার্স, মাশ ক্রিকেটার্স, ওয়ার্নিস ওয়ারিয়র্স, ডপ স্ট্রাইকার্স, ইনস্পায়ার ক্রিকেট ক্লাব, এলএস ক্রিকেটার্স, মোহাম্মদপুর স্ট্রাইকার্স ও এএফ বক্সিং ক্রিকেট ক্লাব।

নিলামের সবচেয়ে আলোচিত বিষয় ছিল মোহাম্মদপুর স্ট্রাইকার্সের তরুণ অধিনায়ক মুহতাসিম রাফির জন্য দলের বাজি, যাকে ৫১ হাজার টাকায় কেনা হয়েছে।

ক্যাপিটাল ক্ল্যাশ লিগের CEO নাজমুস সাকিব বলেন,

> “ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়ন এর সহযোগিতায় এই সল্প বাজেটের ফ্র্যাঞ্চাইজি লিগে কর্পোরেট, পেশাদার ও উদীয়মান ক্রিকেটাররা একত্রে খেলবে। তিন প্রজন্মের ক্রিকেটারদের মেলবন্ধন টুর্নামেন্টটিকে আলাদা মাত্রা দিয়েছে। ভবিষ্যতে বাজেট বাড়লে আরও উন্নত আয়োজন হবে।”

 

গ্রুপ পর্ব শেষে শীর্ষ দলগুলো নকআউট রাউন্ডে অংশ নেবে এবং চ্যাম্পিয়ন দল নির্ধারিত হবে। ম্যাচগুলো ঢাকার বিভিন্ন মাঠে অনুষ্ঠিত হবে।

ঢাকার ক্রিকেটপ্রেমীরা ইতিমধ্যে নতুন এই লিগকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছেন।