ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


নিউইয়র্কে রেস্তোরাঁয় বন্দুক হামলায় নিহত ৩, আহত ১১


প্রকাশিত:
১৮ আগস্ট ২০২৫ ১৩:৩৮

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত ও এগারো জন আহত হয়েছে। পুলিশ ঘটনাটি গ্যাং-সংক্রান্ত সহিংসতার সঙ্গে জড়িত বলে মনে করছে।

সোমবার আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) সূত্রে জানা গেছে, রবিবার ভোর সাড়ে ৩টায় ক্রাউন হাইটস এলাকার ‘টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ’ নামের রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একাধিক গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে। এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ বলেন, নিহতদের বয়স ১৯, ২৭ ও ৩৫ বছর। তাদের মধ্যে ১৯ বছরের তরুণ ঘটনাস্থলেই মারা যান। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আহত এগারোজনের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

কমিশনার টিশ বলেন, রেস্তোরাঁয় উত্তপ্ত বাকবিতণ্ডার জেরে গুলিবর্ষণ শুরু হয়। প্রাথমিকভাবে এটিকে গ্যাং-সম্পর্কিত হামলা হিসেবে দেখা হচ্ছে। তিনি উল্লেখ করেন, কিছু আহত ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত থাকলেও সাধারণ মানুষও আক্রান্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৪২টি গুলির খোঁসা উদ্ধার করেছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এ ঘটনাকে ‘ভয়াবহ বন্দুক সহিংসতা’ আখ্যা দিয়েছেন। তিনি কয়েক সপ্তাহ আগে ম্যানহাটনে চারজন নিহতের ঘটনার কথা স্মরণ করিয়ে বলেন, এ ধরনের সহিংসতা সমাজ ও শহরের জন্য গভীর ক্ষত বয়ে আনে। মেয়র জানান, শহর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে ইতোমধ্যে ২২ হাজারের বেশি অস্ত্র জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারকে সহায়তা ও প্রতিশোধমূলক হামলা রোধে ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম মোতায়েন করা হয়েছে।

এনওয়াইপিডি কমিশনার টিশ বলেন, এ বছরের প্রথম সাত মাসে গুলিবর্ষণের ঘটনা রেকর্ড কম ছিল। আজকের ঘটনা নিঃসন্দেহে ভয়াবহ ও অস্বাভাবিক।