ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


এবার গোল্ডেন ভিসা চালু করছে ওমান


প্রকাশিত:
২৪ আগস্ট ২০২৫ ১৬:৫৭

ফাইল ছবি

বিনিয়োগকারীদের জন্য আগামী ৩১ আগস্ট নতুন গোল্ডেন ভিসা কর্মসূচি চালু করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। এটি দেশটিকে বৈশ্বিক বিনিয়োগকেন্দ্র হিসেবে শক্তিশালী করা ও বাণিজ্যের ডিজিটালে রূপান্তর ত্বরান্বিত করার বৃহত্তর উদ্যোগের অংশ বলে এক প্রতিবেদনে জানিয়েছে গালফ নিউজ।

ওমানের বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, এ কর্মসূচির পাশাপাশি চালু হবে ‘আল মাজিদা কম্পানিজ’ নামের একটি উদ্যোগ—যা উচ্চক্ষমতাসম্পন্ন ওমানি কম্পানিগুলোকে সহায়তা করবে। এ ছাড়া ‘ওমান বিজনেস’ প্ল্যাটফরমের মাধ্যমে ইলেকট্রনিক ভাবে বাণিজ্য নিবন্ধন হস্তান্তরের নতুন সেবাও চালু করবে।

ধোফারের গভর্নর সাইয়্যিদ মারওয়ান বিন তুর্কি আল সাইদের পৃষ্ঠপোষকতায় সালালাহতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এসব সেবার কথা ঘোষণা করা হবে। একই অনুষ্ঠানে সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়, জার্মান ইউনিভার্সিটি অব টেকনোলজি, ওমান এনার্জি অ্যাসোসিয়েশন ও ইবিনার সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর হবে, যা ওমানের নির্মাণ খাতের প্রবৃদ্ধিকে সহায়তা করবে।

মন্ত্রণালয়ের পরিকল্পনা মহাপরিচালক মুবারক বিন মোহাম্মদ আল দৌহানি বলেন, গোল্ডেন ভিসা কর্মসূচি ও সংশ্লিষ্ট সংস্কারগুলো বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি স্থিতি ও প্রবৃদ্ধির সুযোগ দেবে, পাশাপাশি ওমানি ব্যবসায়ীদের দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারণে উৎসাহিত করবে।

তিনি ইলেকট্রনিক বাণিজ্য নিবন্ধন হস্তান্তরকে সম্পূর্ণ ডিজিটাল বাণিজ্য পরিবেশের দিকে একটি ধাপ হিসেবে উল্লেখ করেছেন, যা ব্যবসার সময় ও খরচ কমাবে এবং স্বচ্ছতা বাড়াবে।

আল দৌহানির মতে, এসব উদ্যোগ ওমানের টেকসই ব্যবসা পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি প্রতিফলিত করে—যেখানে নিয়ন্ত্রক সংস্কারের পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানের জন্য লক্ষ্যভিত্তিক সহায়তা রয়েছে। একই সঙ্গে নির্মাণ খাত আধুনিকায়নে একাডেমিক অংশীদারিত্ব ও বেসরকারি খাতের সহযোগিতার মাধ্যমে জাতীয় প্রতিভা ও উদ্ভাবনকে উৎসাহিত করার সরকারি পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ওমানের গোল্ডেন ভিসা স্কিম সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মতো প্রতিবেশী দেশগুলোর অনুরূপ, যা উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ দিয়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করছে।