ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২

বিক্রির শীর্ষে মোরশেদুলের কবিতার বই ‘যে আলো আঁধার আনে’


প্রকাশিত:
৪ মার্চ ২০২২ ০৪:৩১

অমর একুশে বইমেলার ১৮ তম দিনে কবিতার বইয়ের বিক্রির শীর্ষে রয়েছে কবি মোরশেদুল ইসলামের ‘যে আলো আঁধার আনে’শিরোনামের কাব্য গ্রন্থটি।
এটি প্রকাশ করেছে চারুলিপি প্রকাশন।

কামরুল হাসান মিথুনের আলোকচিত্রে বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। ৮০ পৃষ্ঠার বইটিতে স্থান পেয়েছে চমকপ্রদ ৬৬টি কবিত।


মোরশেদুল ইসলাম ‘যে আলো আঁধার আনে’ বইটি সম্পর্কে বলেন, কবিতা লেখা সবচেয়ে কঠিন কাজ। কারণ কবিতাকে ‘হায়েস্ট ফর্ম অব লিটারেচার’ বলা হয়ে থাকে। আমি চেষ্টা করেছি সাহিত্যের চিরায়ত বৈশিষ্ট্যাবলির মধ্যে থেকে লিখতে। বিশেষত ছন্দের ব্যাপারে কোনো ছাড় দেইনি।

কবি আরও বলেন, প্রেম, বিরহ, প্রকৃতি, সমাজ, সংস্কৃতি, মূল্যবোধ, দর্শন ইত্যাদি অনেক বিষয়ের ওপরই লিখতে চেষ্টা করেছি। সব শ্রেণির পাঠকের কথা মাথায় রেখেই লিখেছি। বইটির একটি কবিতাও যদি কারো ভালো লাগে, তবে সেটা আমার জন্য আরও উৎসাহের ব্যাপার হবে।

মেলায় বইটি চারুলিপি প্রকাশনের ৩৩ নং প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে। এছাড়া অনলাইন প্লাটফর্ম রকমারিতেও অর্ডার করে বইটি সংগ্রহ করা যাবে ঘরে বসে।