ঢাকা মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫, ২৪শে আষাঢ় ১৪৩২

জুলাই ২০২৪


প্রকাশিত:
৮ জুলাই ২০২৫ ০০:০৭

ছবি: সংগৃহীত

জুলাই ২০২৪ 

 

রোদেলা দুপুর,উত্তাল দেশের 

কোনো এক শহরের 

দো'তলা বাসার বারান্দায় 

দাঁড়িয়ে একা এক মা;

সে যেন  চব্বিশের জাহানারা,

করছে তার সন্তানের প্রতীক্ষা!

আর ভাবছে-

"একটুও কি কাঁপলো না তাদের হাত,

যারা কুলষিত করলো জুলাইয়ের এইসব দিন-রাত?

কেড়ে নিলো কত তাজা প্রাণ,

যা ছাত্ররা নির্দ্বিধায় করলো দান।

স্বাধীন দেশে অধিকার পাওয়াই যদি হয় এত শক্ত,                         

তাহলে কি বৃথা গেছে একাত্তরের  রুমীদের রক্ত!"

 

এইচ. এম. শশি 

প্রথম বর্ষ (৫৩ ব্যাচ),

জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ, 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।