ঢাবি ছাত্রীকে অপরহরণ অভিযোগে বাবার মামলা

সিথি কিবরিয়া নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী শিক্ষার্থীকে অপহরণ অভিযোগে মামলা দায়ের করেছেন তারা বাবা আলি আক্তার গোলাম কিবরিয়া। সিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী। এখন পর্যন্ত বিভাগে তার মেধাগত অবস্থান প্রথম শ্রেণীতে প্রথম। তবে মামলার প্রধান আসামী তফিউজ্জামান জুয়েলের সাথে সিথির প্রেমের সম্পর্ক ছিল বলে দাবী করেছেন মামলায় অভিযুক্ত অন্যান্যরা।
তিনি বলেন, আমার মেয়ে সিথি কিবরিয়াকে গত ২রা জানুয়ারি দোয়ানী তিস্তা ব্যারেজের কাছে অপহরণ করে নির্যাতন করা হয়েছে। সিথি এখন মানসিকভাবে বিপর্যস্ত রয়েছে। সিথির বাবা হিসেবে আমি ন্যায় বিচার চাই। আমি মামলার প্রধান আসামী হাতীবান্ধার দ. গড্ডিমারী গ্রামের ফজলুল হকের ছেলে তফিউজ্জামান জুয়েল সহ মানিক, ফেরদৌস, রানা গং দুর্বৃত্তদের ফাঁসি চাই।
গোলাম কিবরিয়া বলেন, লম্পট তফিউজ্জামান জুয়েল নিলফামারী ডিমলার খাদ্য বিভাগের একজন পরিদর্শক (ওসিএলএসডি)। অনেক টানাপোড়েনের পর কিছুক্ষণ আগে লালমনিরহাটের হাতীবান্ধা থানায় মামলা রেকর্ড হলো। আমার পরিবারের এই দুঃসহ মুহূর্তে সার্বক্ষণিক খোঁজখবর রাখার জন্য দেশের খ্যাতিমান সাংবাদিক, সাংবাদিকতা জগতের উজ্জ্বল জ্যোতিষ্ক, জীবন্ত কিংবদন্তী, আমার অভিভাবক জনাব মনজুরুল আহসান বুলবুল ও শ্রদ্ধাভাজন সাংবাদিক চিত্ত ঘোষকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আইনি ব্যাপারে সহযোগিতা করার জন্য আমি আমার স্কুলজীবনের শিক্ষক স্থানীয় এমপি মোতাহার হোসেন মহোদয়ের কাছে সহযোগিতা প্রদানের জন্য আবেদন জানাচ্ছি।
তিনি ফেইসবুকে লিখেছেন, এই অপহরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমাজসহ দেশের সুশীল সমাজকে অনুরোধ জানাচ্ছি।
সিথি এইচএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এইচএসসি মানবিক বিভাগে গোল্ডেন এ প্লাস পেয়েছে।
তার প্রাপ্ত নম্বর ছিল মোট ১৩০০ নম্বরের মধ্যে ১১৪১ নম্বর।