ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


বেলকুচিতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত


৫ মে ২০২৫ ০০:২৫

আপডেট:
৫ মে ২০২৫ ০৩:৪০

সিরাজগঞ্জের বেলকুচিতে বিএনপি'র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ মে(রোজ শনিবার) সন্ধ্যা ৭ ঘটিকার সময় ঐতিহ্যবাহী চালা মুকুন্দগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেলকুচি পৌরসভা বিএনপি'র স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলহাজ্ব আলী প্রামানিক। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সাবেক প্রধান চিকিৎসা কর্মকর্তা ও বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজের সভাপতি ডাক্তার মাহমুদুল হাসান শুভ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বেলকুচি উপজেলা মুকুন্দগাতী বাজার বণিক সমবায় সমিতির বারবার নির্বাচিত সাবেক সাধারন সম্পাদক মোঃ হেলাল উদ্দিন প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বেলকুচি পৌরসভা বিএনপি'র যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম।

দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, বেলকুচি পৌরসভা তাতি দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদুল ইসলাম, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ঠান্ডু সরকার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ আলী সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হ