এ পর্যন্ত সবচেয়ে বেশিবার নির্বাচিত হয়েছেন যে ১০ এমপি

একাদশ জাতীয় সংসদের ১০ জন সংসদ সদস্য এ পর্যন্ত কমপক্ষে ৬ বার নির্বাচিত হয়েছেন। সবচেয়ে বেশি ৮ বার নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪ জন ১৯৮৬ সাল থেকে প্রতিটি নির্বাচনেই জয়ী হয়েছেন। ১৯৭৩ সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন এমন ৩ জনও রয়েছেন এই সংসদে।
১১টি সংসদ নির্বাচনের মধ্যে ১৯৮৮ এবং ১৯৯৬-এর ১৫ই ফেব্রুয়ারির নির্বাচনকে হিসাবে রাখা হয় না। বাকি নির্বাচনগুলোর মধ্যে অন্তত ছয়টিতে জয়ী হয়েছেন এমন সংসদ সদস্য রয়েছেন ১০ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে ১৯৮৬ সালের নির্বাচন থেকে প্রতিটি নির্বাচনেই জয়লাভ করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার মধ্য দিয়ে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হলেন বঙ্গবন্ধু কন্যা।
গোপালগঞ্জ-২ আসনে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম ১৯৮০ সালে তৎকালীন ফরিদপুর-১০ আসন থেকে উপনির্বাচনে প্রথম জয়ী হন। এরপর থেকে প্রতিটি নির্বাচনেই জয়ী হয়েছেন তিনি।
ঠাকুরগাঁও-২ আসনে দবিরুল ইসলাম ১৯৮৬ সাল থেকে এ পর্যন্ত ৭টি নির্বাচনের প্রতিটিতেই জয়ী হয়েছেন। দিনাজপুর ২ আসনের মোস্তাফিজুর রহমানও তাই।
দশম জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করা গাইবান্ধা-৫ আসনের সাংসদ অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া ১৯৮৬ থেকে এ পর্যন্ত ৬ বার নির্বাচিত হয়েছেন। তিনি শুধুমাত্র ২০০১ সালের নির্বাচনে পরাজিত হন।
নওগাঁ-৪ আসনে জয়ী ইমাজউদ্দিন প্রামাণিক ১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচনেও জয়লাভ করেছিলেন। এ নিয়ে তিনি ৬ বার নির্বাচিত হয়েছেন। পটুয়াখালী-২ আসনে আ স ম ফিরোজ ১৯৭৯ সাল থেকে এ পর্যন্ত ৭ বার নির্বাচিত হয়েছেন। হেরেছেন শুধু ২০০১ সালের নির্বাচনে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভোলা-১ ও ২ এই দুই আসন মিলিয়ে এ পর্যন্ত ৭ বার সংসদ সদস্য হয়েছেন। ১৯৭৩ সালের নির্বাচনেও এমপি নির্বাচিত হন দেশের প্রবীণ এ রাজনীতিবিদ।
চট্টগ্রাম-১ থেকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ১৯৭৩ সালের প্রথম সংসদ নির্বাচন থেকে এ পর্যন্ত ৬ বার নির্বাচিত হয়েছেন।
১৯৯১ সাল থেকে এ পর্যন্ত ৬ বারই নির্বাচিত হয়েছেন বান্দরবান থেকে নির্বাচিত বীর বাহাদুর উশৈ সিং।