ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


চালের দাম একদম পড়ে যাওয়া ঠিক নয়: খাদ্য উপদেষ্টা


৩ মে ২০২৫ ১৭:০৩

আপডেট:
৪ মে ২০২৫ ০৭:৫২

অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার

চালের দাম সহনীয় হয়ে আসছে তবে দাম একদম পড়ে যাওয়া ঠিক নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

শনিবার (৩ মে) দুপুরে বন্দর উপজেলায় নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্যগুদাম নির্মাণকাজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, চালের দাম এখন পড়ে যাচ্ছে। সহনশীল হয়ে আসছে। একেবারে পড়ে যাওয়াও ঠিক নয়। কৃষকদেরও তো উৎপাদনের ন্যায্য মূল্য পেতে হবে। আমরা ওই দিকে সর্তক আছি। কৃষকেরা যাতে তার ন্যায্য মূল্য পেতে পারেন, তারা যাতে উৎপাদনে উৎসাহী হন। সুতরাং চালের দাম ক্রমান্বয়ে আকেরটু কমে আসবে, আটার দামও কমবে।

উপদেষ্টা বলেন, বোরো ফসলের উৎপাদন বেড়েছে। এত ফলে ভালো মওজুদ গড়ে তুলতে পারব। মধ্যবিত্ত সমাজে আমরা এক বেলা রুটি খাই। আগে মানুষ তিন বেলা ভাত খেত। সেক্ষেত্রে দেশে গমের চাহিদা বছরে কমপক্ষে ৭০ লাখ টন। আমাদের দেশে গমের আভ্যন্তরীণ উৎপাদন ১০ লাখ টন। বাকি ৬০ লাখ টন গম আমদানি করতে হয়। বেশিরভাগই বেসরকারিভাবে আমদানি করা হয়। সরকারিভাবে যে আমরা আমদানি করি সেটার কিছু পরিমাণ আমরা ওএমএসে দিই। বাকিটুকু রেশনিংয়ে পুলিশ-মিলিটারি-আনসার-জেলখানাসহ অন্যান্য সংস্থায় দেওয়া হয়।

তিনি বলেন, টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল। এগুলো বাতিল করে নতুন করে স্মার্টকার্ড দেওয়া হবে।

বোরোর সঙ্গে অন্য ফসলের উৎপাদন ভাল হলে সরকারের যে খাদ্য কর্মসূচি রয়েছে তার সুবিধাভোগীর সংখ্যাও বাড়ানো যাবে বলেও জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ প্রশাসনের কর্মকর্তারা।