বিএনপিকে সংসদে যাওয়ার আহ্বান বি. চৌধুরীর

দেশের গণতান্ত্রিক চর্চার পাশাপাশি দলীয় ভবিষ্যতের কথা চিন্তা করে বিএনপিকে সংসদে যোগ দিয়ে বিরোধী দল হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
রবিবার ঢাকার বিএমএ মিলনায়তনে একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত দলীয় দুই সংসদ সদস্যকে সংবর্ধনা দিতে বিকল্প ধারা আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর একটি বক্তব্য প্রতিধ্বনি করে আমিও বলব, বিএনপির উচিত হবে সংসদে বিরোধী দল হিসেবে তাদের সঠিক ভূমিকা রাখা। নিজেদের ভুল-ত্রুটি এবং সরকারের ভুল-ত্রুটি সম্পর্কে সংসদে সাহসী উচ্চারণের মাধ্যমে বিএনপি সঠিক ভূমিকা রাখতে পারে। এটা ভবিষ্যতে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি চর্চার জন্য অপরিহার্য। সঠিকভাবে গণতন্ত্রের চর্চা না হলে এবং সংসদকে এই গণতান্ত্রিক চর্চার মূল কেন্দ্র হিসেবে প্রমাণিত করতে না পারলে, সংসদে বিরোধী দল যোগদান না করলে, একদিকে বিরোধী দলের ভবিষ্যৎ, অন্যদিকে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে।’
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের অবস্থানকে অভিনন্দন জানিয়ে যুক্তফ্রন্ট চেয়ারম্যান বি. চৌধুরী বলেন, ‘তিনি (ড. কামাল) জামায়াতিদের সঙ্গে রাজনীতি করবেন না, আমাদের রাজনীতির সঙ্গে বিলম্বে হলেও ঐকমত্য পোষণ করায় তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিকল্পধারা বাংলাদেশ মনে করে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এখনও যারা স্বাধীনতাবিরোধী তাদের চূড়ান্ত উপলব্ধির সময় এসেছে।’
এই নির্বাচনের আগে বিএনপিকে সঙ্গে নিয়ে কামাল হোসেনের জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের প্রক্রিয়ায় অনেকটা এগিয়েছিল বি চৌধুরী নেতৃত্বাধীন বিকল্প ধারা। কিন্তু বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে জামায়াতকে বাদ না দেওয়ায় ঐক্যফ্রন্টে যোগ দেননি তিনি।
দণ্ডিত যুদ্ধাপরাধীদের দল জামায়াতকে ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচনের সুযোগ করে দেওয়া ভুল ছিল বলে শনিবার এক সংবাদ সম্মেলনে স্বীকার করেন কামাল হোসেন। তিনি দাবি করেছেন, জামায়াত নেতাদের যে ধানের শীষে প্রার্থী করা হচ্ছে, তা বিএনপি তাকে জানায়নি।
কামালের এই বক্তব্যে বিস্ময় প্রকাশ বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী বলেন, ‘ড. কামালকে স্বাধীনতাবিরোধীদের বিষয়ে লিখিতভাবে জানানোর পরেও নেতাদের বোধোদয় হয়নি। এখন তিনি বলছেন, ঐক্যফ্রন্টে জামায়াত আছে, তা তিনি জানতেন না।’
অনুষ্ঠানে বিকল্পধারার মহাসচিব মান্নান বলেন, ‘আমাদের কিছু ভুলের কারণে সারাদেশে বিকল্পধারা সেভাবে গড়ে ওঠেনি। কিন্তু আমাদের বিএনপি ছেড়ে আসা সঠিক সিদ্ধান্ত ছিল। বিএনপি বলেছিল, বটগাছের দুটি পাতা গেলে আর কী হবে? আজ সেই বটগাছ কোথায়? স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে আরও আগেই ১৪ দলের সঙ্গে নির্বাচনে আসা উচিত ছিল আমাদের। তাহলে দল আরও সংগঠিত হতো।’