ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


ইবি ছাত্রলীগ সম্পাদককে কারাগারে প্রেরণ


১১ নভেম্বর ২০১৯ ১৩:১৮

আপডেট:
৮ মে ২০২৫ ২১:৫৫

ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় গ্রেপ্তার হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শনিবার কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইবি আমলি আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। রাকিবকে কারাগারের প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন ইবি থানার ওসি জাহাঙ্গীর আরিপ।

তিনি জানান, শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ হেফাজতে থাকা রাকিবকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে শুক্রবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় রাকিবকে গ্রেপ্তার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। তাকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটি ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় দায়ের করেন শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম। তিনি অভিযোগ করেন, রাকিব তার ফেসবুক আইডি থেকে জুয়েল রানাসহ তিনজনের নামে আপত্তিকর একটি মন্তব্য পোস্ট করেন।