ঢাকা সোমবার, ২০শে অক্টোবর ২০২৫, ৬ই কার্তিক ১৪৩২


সাড়ে চার লাখ ভোট পেয়ে উত্তরের মেয়র আতিক


প্রকাশিত:
২ ফেব্রুয়ারি ২০২০ ২১:১৩

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ১৩১৮ টি কেন্দ্রের মধ্যে সব ক’‌টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।

বাংলা‌দেশ আওয়ামী লীগ ম‌নোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম (নৌকা প্রতীক) পেয়েছেন ৪৪৭২১১ ভোট।

তাঁর নিকটতম প্র‌তিদ্বন্দ্বী বিএন‌পি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ২৬৪১৬১ ভোট।

রবিবার (২ ফেব্রুয়ারি) গভীর রাত পৌ‌নে ৩ টার দি‌কে আওয়ামী লীগ ম‌নোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম‌কে বেসরকারীভা‌বে নির্বা‌চিত ঘোষণা করেন রিটা‌র্নিং অ‌ফিসার আবুল কা‌শেম।