ঢাকা মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৮ই জ্যৈষ্ঠ ১৪৩১


মাদারীপুরে আইনমন্ত্রী

ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমি হবে শিবচরে


৮ ফেব্রুয়ারি ২০২০ ২০:৪৩

আপডেট:
২১ মে ২০২৪ ০৭:১৫

পদ্মা সেতুর পাশে মাদারীপুরের শিবচরে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমি স্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

গতকাল শুক্রবার দুপুরে শিবচর পৌরসভার কেরানীরবাট এলাকায় অ্যাকাডেমির জায়গাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন।

বিচার বিভাগকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন।

সে কারণেই দেশে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমি স্থাপন করা হবে।

যেহেতু পদ্মা সেতু শেষ পর্যায়ে পাশেই শিবচরে খুব সুন্দর নান্দনিক জায়গা পাওয়া যাচ্ছে। এখানেই ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমি স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে।

পাশাপাশি এখানে যুগ্ম জজ আদালতও স্থাপন হবে। ’ তিনি আরও বলেন, ‘এই শিবচরকে দেখে আমার কাছে অনুকরণীয় মনে হয়।

আমি চিফ হুইপ সাহেবকে সাধুবাদ জানাই এত সুন্দর পরিকল্পনামাফিক শিবচরকে সাজানোর জন্য।

আমরা যদি দেশের সব উপজেলায় এভাবে উন্নয়ন করি তাহলে বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে সাজাতে চান, সেভাবে সাজানো সম্ভব হবে। ’

আইনমন্ত্রী দত্তপাড়ায় মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ সাবেক সাংসদ ইলিয়াস আহমেদ চৌধুরীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে দত্তপাড়ায় নবনির্মিত মসজিদ, পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটরিয়াম, দাদা ভাই পৌর সুপার মার্কেট, চৌধুরী ফিরোজা বেগম শিল্পকলা অ্যাকাডেমি ও মুক্তমঞ্চ, প্রেস ক্লাব, লালনমঞ্চ, রবীন্দ্র সরোবরসহ বিভিন্ন উন্নয়ন চিত্র পরিদর্শন করেন তিনি।

এ সময় চিফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় দলের সাধারণ সম্পাদক নূর-ই আলম চৌধুরী ছাড়া আরও উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মাহবুব আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মো. সামসুদ্দিন খান, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শংকর ঘোষ প্রমুখ।